বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরের প্রথম থেকেই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশ্বের একাধিক দেশ। সেই তালিকায় জুড়ল রাশিয়া। প্রশান্ত মহাসাগরের নীচে ভয়াবহ কম্পনে ভোর রাতে কেঁপে ওঠে এই দেশ। বলা হচ্ছে, বিগত এক দশকে এত বড় মাত্রায় ভূমিকম্প দেখেনি রাশিয়া। আর তার জেরেই সুনামি (Tsunami) আশঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্বের একাধিক দেশে।
রাশিয়ায় ভূমিকম্পের জেরে সুনামি (Tsunami) একাধিক দেশে
বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান (Japan)। সুনামির আশঙ্কাও সেখানে অমূলক নয়। ইতিমধ্যেই জাপানের হোক্কাইডো, আমেরিকার আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছে সুনামি (Tsunami)। জাপানের উপকূল এলাকা থেকে প্রায় ৯ লক্ষ বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে।
বড়সড় সুনামির ঢেউ জাপানে: জাপানের হোক্কাইডোর দক্ষিণ উপকূলে প্রায় ১.৩ ফুট উঁচু সুনামির (Tsunami) ঢেউ আছড়ে পড়ে। দেশের উত্তর এবং পূর্ব উপকূলেও সুনামির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির (Tsunami) জেরে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কাও ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন : বদলে যাচ্ছে সব নিয়ম, কী কী থাকছে একাদশ-দ্বাদশের OMR শিটে? নির্দেশিকা দিয়ে ধোঁয়াশা কাটাল সংসদ
তীব্র কম্পন রাশিয়ায়: ৩০ শে জুলাই ভোররাতে ৮.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়া (Russia)। তারপরেই আসে সুনামির (Tsunami) প্রথম ঢেউ। আছড়ে পড়ে কামচাটকা, সের্গেই, লেবেডেভ এলাকায়। ভূমিকম্পের জেরে রাস্তায় ফাটলের সঙ্গে সুনামির (Tsunami) তোড়ে ডুবে গিয়েছে অনেকটা এলাকা। প্রায় ২০০ র বেশি মানুষ বিপন্ন। তবে প্রাণহানির খবর এখনও মেলেনি।
আরও পড়ুন : ফিরছে একাত্তরের স্মৃতি? রংপুরে ১৮ টি হিন্দু বাড়ি লুঠপাট-ধ্বংস, আতঙ্কে ঘর ছাড়া শতাধিক হিন্দু পরিবার
সুনামির অ্যালার্ট জারি হয়েছে মার্কিন দেশের উপকূল অঞ্চলেও। সুনামি আছড়ে পড়তে পারে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, সান ডিয়েগো এলাকায়। আশঙ্কা করা হচ্ছে, পালমিরা দ্বীপ, পেরু, সলোমন দ্বীপপুঞ্জ, সামোয়া, চিলি, কোস্টারিকায় প্রায় ৩-৪ ফুট উঁচু ঢেউ দেখা যেতে পারে। এদিকে নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া, পানামা, পাপুয়া নিউগিনি, উত্তর ও দক্ষিণ কোরিয়া, চিন, ভিয়েতনামকেও সতর্ক করা হয়েছে।