বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটার পথে। চলতি মাসেই এসআইআর (SIR) চালু হতে পারে রাজ্যে। নির্বাচন কমিশনের অভিযোগ, ভোটার তালিকায় মৃত ভোটার, ভুয়ো ভোটারের ছড়াছড়ি। ঠিকানা বদল, একই সময়ে দু জায়গায় নাম থাকা ভুয়ো ভোটারদের খুঁজে খুঁজে বাতিল করা হবে নাম। এই নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় (SIR) ভোটার তালিকায় স্বচ্ছতা আসবে বলে মত নির্বাচন কমিশনের।
বাংলাতেও এবার এসআইআর (SIR) হওয়ার পথে?
বিহারে এসআইআরের (SIR) সময় মোট ১১ টি নথি প্রয়োজন হয়েছে নাগরিকদের। এবার পালা বঙ্গের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর থেকে পাওয়া তথ্য বলছে, বাংলাতেও এসআইআরের (SIR) জন্য ১১ টি নথি প্রয়োজন পড়বে। নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়েছে, ১১ টি নথির মধ্যে যেকোনো একটি, দুটি বা তার বেশি নথি দিয়ে ফর্ম পূরণ করতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, এনুম্যারেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে নথি।
কোন কোন নথি রয়েছে তালিকায়: কোন কোন নথি গুলি প্রয়োজন হবে এসআইআর (SIR) এর জন্য। ১) কেন্দ্র বা রাজ্য বা কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার, ২) ১.০৭.১৯৮৭ তারিখের আগের সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ডাকঘর বা ব্যাঙ্ক বা রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র বা নথি।
আরও পড়ুন : পুজোর পরেই ঘুরে গেল খেলা, পরিণীতা-পরশুরাম সবাই ফেল, কে হল বেঙ্গল টপার?
এই নথিগুলি পেয়েছে অনুমোদন: এছাড়াও তালিকায় (SIR) থাকছে ৩) উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত জন্ম শংসাপত্র, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় প্রদত্ত ম্যাট্রিক এবং অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট, ৫) পাসপোর্ট, ৬) বন অধিকার সার্টিফিকেট, ৭) স্থায়ী আবাসিক সার্টিফিকেট, ৮) জাতীয় নাগরিক রেজিস্টার, ৯) উপযুক্ত কর্তৃপক্ষের অন্যান্য বিসি বা এসসি বা এসটি সার্টিফিকেট, ১০) রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের পারিবারিক রেজিস্টার, ১১) সরকারের কাছ থেকে কোনও বাড়ি বা জমি বরাদ্দের শংসাপত্র।
আরও পড়ুন : যৌনতার মামলায় অভিযুক্ত নাবালক, জামিনের নির্দেশ দিয়ে স্কুলে যৌনতার পাঠ পড়ানোয় জোর সুপ্রিম কোর্টের
বিহারে এসআইআরের সময় মোট ১১ টি নথিতে অনুমতি দেওয়া হয়েছিল। বাংলার ক্ষেত্রেও থাকছে এই ১১ টি নথির অনুমোদন। এর মধ্যে এক বা একাধিক নথি ফর্মের সঙ্গে জমা করতে হবে।