বিরাটকে বোলিং নাকি বুমরাহের বিরুদ্ধে ব্যাটিং কোনটা চ্যালেঞ্জের? জানালেন এলিস পেরি।

ক্রিকেট মহলে বিশেষ করে মহিলা ক্রিকেটে অজি উইমেন্স দলের অলরাউন্ডার এলিস পেরি খুবই জনপ্রিয় নাম। অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য যে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল সেই ম্যাচে শচীন টেন্ডুলকারকে এক ওভার বোলিংও করেন তিনি। আর এই লকডাউনে ভারতীয় ক্রিকেটার মুরলি বিজয় তাকে ডিনারের অফার করেছিলেন তারও জবাব খুব ভালো ভাবেই দেন এলিস পেরি। তিনি বলেন, ডিনারের বিল নিশ্চয় বিজয় মেটাবে।

মহিলাদের একদিনের ক্রিকেটের সেরা অলরাউন্ডার এলিস পেরির সাথে ভিডিও চ্যাটে তাকে একটি প্রশ্ন ছুড়ে দেন সঞ্চালক ঋদ্ধিমা পাঠক। তার কাছে প্রশ্ন ছিল যে একদিনের ক্রিকেটে কোনটা বেশি উপভোগ্য? ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বোলিং করা নাকি ভারতীয় পেসার জাসস্প্রীত বুমরাহের বিরুদ্ধে ব্যাটিং করা?

163932403f5a206ad1911274b43c21185235512a5583062fef76a2141f07fd10f07e6cfb4

হটাৎ করে এমন চ্যালেঞ্জিং প্রশ্ন শুনে প্রথমে কিছুটা থমকে যান এলিস পেরি। তারপর উত্তরে এলিস পেরি বুমরাহের বিরুদ্ধে ব্যাটিং করার থেকে বিরাট কোহলির বিরুদ্ধে বোলিং করার করার চ্যালেঞ্জটাই বেছে নেন। সেই সাথে এলিস পেরি জানান 2021 বিশ্বকাপে ফের ভারতের বিরুদ্ধেই তিনি মাঠে নামতে চান।

Udayan Biswas

সম্পর্কিত খবর