বাংলা হান্ট ডেস্ক: ভারত-ইংল্যান্ডের (India vs England) মধ্যে চলা মোট পাঁচটি টেস্ট সিরিজের মধ্যে প্রথম টেস্টটি শুরু হয়েছিল গত ২৫ জানুয়ারি। যেটি শেষ হয়েছে ইতিমধ্যেই। ওই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে ভারত (India National Cricket Team)। এমনকি, হাতছাড়াও হয়ে যায় ওই টেস্টটি। যেটি ২৮ রানে জিতে যায় ইংল্যান্ড। এমতাবস্থায়, ভারতের এহেন ফলাফলের প্রসঙ্গে বোলিং বিভাগের দিকে সেভাবে অভিযোগের আঙুল না উঠলেও প্রবল সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ।
শুধু তাই নয়, এই ফলাফলের ভিত্তিতে পরবর্তী টেস্টের প্রথম একাদশে কারা কারা থাকবেন সেই প্রসঙ্গে শুরু হয়েছে বড় জল্পনা। এমনকি মনে করা হচ্ছে যে, প্রথম টেস্টের প্রথম একাদশে থাকা দুই ব্যাটার পরবর্তী টেস্টে হয়তো বাদ পড়তে পারেন। এদিকে, সিরিজের প্রথম টেস্ট হেরে গিয়ে ব্যাটিংয়ের বিষয় প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়।
তিনি জানিয়েছেন, “আমি মনে করি যে, প্রথম ইনিংসে আমরা ৭০ রান কম রাখতে পেরেছিলাম। এদিকে, দ্বিতীয় দিনে ব্যাট করার মতো ভালো কন্ডিশন ছিল। আমরা শুরুটা ভালো করলেও পরে সুবিধা করা যায়নি। বড় সেঞ্চুরি করার মতো আমাদের কেউ ছিল না। দ্বিতীয় ইনিংস সবসময় চ্যালেঞ্জিং হয়ে থাকে। রান তাড়া করতে নেমে আমরা কাছাকাছি পৌঁছে গেলেও জয়ের ওই লাইন অতিক্রম করতে পারিনি। তাই, আমাদের আরও ভালো করতে হবে।”
আরও পড়ুন: ঘাতক এবং নির্ভুল! এবার তৈরি হবে ‘Made In India Rafale’, করা হবে গোটা বিশ্বে রফতানি, নয়া চমক ভারতের
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ব্যাটার শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ার তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে সমালোচিত হচ্ছেন। প্রথম টেস্টের দুই ইনিংসে প্রভাব ফেলতে পারেননি গিল। দুই ইনিংস মিলিয়ে তাঁর রান ছিল যথাক্রমে ২৩ ও ০। অপরদিকে শ্রেয়স আইয়ার প্রথম ইনিংসে করেছিলেন ৩৫ রান ও দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১৩ রান। এমতাবস্থায়, মিডিল অর্ডারের এই দুই ব্যাটারের কাছ থেকে রান না আসায় তার প্রভাব পড়েছে দলে। শুধু তাই নয়, দ্বিতীয় টেস্টে আদৌ তাঁরা দলে থাকবেন কিনা এই বিষয়েও শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি নয়, প্রতি বছর বাজেট পেশ হত এই তারিখে! কেন মোদী সরকার বদলে ফেলে দিন?
এদিকে যদি এই দুই তারকা খেলোয়াড় দল থেকে বাদ পড়েন সেক্ষেত্রে কারা তাঁদের পরিবর্তে দলে থাকবেন সেই বিষয়েও অনুমান করা হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে, এক্ষেত্রে দলে এন্ট্রি হতে পারে রজত পাতিদার ও ধ্রুব জুরেলের। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই দুই খেলোয়াড় বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন। আর সেই কারণেই দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে জোরালো হচ্ছে তাঁদের নাম।