জি বাংলায় মহিষাসুরমর্দিনী ইধিকা, দেবী দুর্গা শ্বেতা! কারা থাকছেন কোন দেবীর ভূমিকায়?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আর দিন কয়েক পরেই মহালয়া। বাঙালি বাড়িতে শুরু হয়ে গিয়েছে রেডিও ঝাড়পোঁছ। মহালয়ার সকাল মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ। তবে রেডিওতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান ছাড়াও টিভিতে বিভিন্ন চ্যানেলে হয় মহালয়ার অনুষ্ঠান। সেই সব অনুষ্ঠানে বিভিন্ন দেবীর ভূমিকায় ধরা দেন সিরিয়াল (Serial) অভিনেত্রীরা। এবার জি বাংলায় সম্প্রচারিত হবে ‘জাগো মা জাগো দুর্গা’। কারা কারা থাকছেন সেই অনুষ্ঠানে?

কোন সিরিয়ালের (Serial) নায়িকাদের দেখা যাবে জি বাংলার মহালয়ায়?

প্রতি বছরই মহালয়ার অনুষ্ঠান আয়োজন করা হয় জি বাংলা চ্যানেলে। সেখানে চ্যানেলেরই বিভিন্ন সিরিয়ালের (Serial) নায়িকাদের দেখা যায় বিভিন্ন ভূমিকায়। এবছর পার্বতী তথা মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে। এই প্রথম বার দেবী দশভূজা রূপে মহালয়ার (Mahalaya) অনুষ্ঠানে ধরা দিতে চলেছেন তিনি।

Which serial actresses will be seen in zee bangla mahalaya

কে হবেন দুর্গা: দেবী দুর্গা রূপে চ্যানেলে দেখা মিলবে ‘কোন গোপনে মন ভেসেছে’র শ্যামলী ওরফে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের। সম্প্রতি শেষ হয়ে তাঁর সিরিয়াল (Serial)। তাঁকে আবারও টিভির পর্দায় দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন দর্শকরা। দেবী দুর্গার শিব রূপে দেখা যাবে ‘অনিকেত’ ওরফে রণজয় বিষ্ণুকে।

আরও পড়ুন : কলকাতা মেট্রোয় বড় বদল, চিন থেকে এল ঝাঁ চকচকে ডালিয়ান রেক, অন্য এসি কোচের সঙ্গে পার্থক্য কোথায়?

কারা থাকছেন কোন ভূমিকায়: দেবী জগদ্ধাত্রীর ভূমিকায় আনন্দী ওরফে অন্বেষা হাজরার। নতুন সিরিয়ালের (Serial) ‘উজি’ ওরফে আরাত্রিকা মাইতিকে দেখা যাবে দেবী কৌশিকীর ভূমিকায়। ‘ফুলকি’ ওরফে অভিনেত্রী দিব্যানী মণ্ডল ধরা দিয়েছেন দেবী ত্রিপুরা সুন্দরী রূপে। ‘কুসুম’ (Serial) ওরফে তনিষ্কা তিওয়ারিকে দেখা যাবে দেবী গন্ধেশ্বরী রূপে।

আরও পড়ুন : বাঁচবে দেড় ঘন্টা সময়, তারাপীঠ পর্যটনে আসবে জোয়ার, ৩০০০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পে অনুমোদন রেলের

বেঙ্গল টপার সিরিয়ালের নায়িকা ‘পরিণীতা’র পারুল ওরফে ঈশানি চট্টোপাধ্যায় অভিনয় করবেন ভদ্রকালী রূপে। ‘তুই আমার হিরো’ সিরিয়ালের মোহনা মাইতিকে দেখা যাবে দেবী কালী রূপে। এবার মহিষাসুর রূপে অনুষ্ঠানে দেখা যাবে রুবেল দাসকে।