প্রথম সপ্তাহেই ছক্কা ‘রাণী ভবানী’র, দুরন্ত কামব্যাক করল ‘পরিণীতা’! টপার হল কে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় দেখা গেল বেশ কিছু রদবদল। সার্বিক ভাবে নম্বর কমেছে ধারাবাহিক গুলির। কয়েকটি সিরিয়াল অবশ্য টিআরপি (TRP) বাড়িয়ে ফিরে এসেছে পুরনো জায়গায়। আবার কিছু সিরিয়ালের ক্ষেত্রে অনেকটাই কমে গিয়েছে নম্বর।

কে হল এবারের টিআরপি টপার (TRP)?

বেঙ্গল টপারের ক্ষেত্রে অবশ্য পরিবর্তন হয়নি কিছুই। গত বারের মতো এবারেও ৭.৫ নম্বর নিয়ে শীর্ষস্থান দখল করেছে ‘পরশুরাম’। বাংলার দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে স্টার জলসার এই ধারাবাহিককে।

Which serial is on the top of this week trp list

নম্বর কমেছে সিরিয়ালের: দ্বিতীয় স্থানে উঠে এসে আগের জায়গা দখল করেছে ‘ফুলকি’। সিরিয়ালে (TRP) একাধিক পালাবদলের গল্প দর্শকদের যে আকৃষ্ট করছে তা বলে দিচ্ছে নম্বরই। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.১। তিন নম্বরে ৬.৮ নম্বর (TRP) নিয়ে রয়েছে দুই সিরিয়াল- জগদ্ধাত্রী এবং চিরসখা। নম্বর কমলেও এখনও সেরা পাঁচেই টিকে রয়েছে জগদ্ধাত্রী।

তালিকায় রয়েছে বড় চমক: চার নম্বরেই (TRP) এসেছে বড় চমক। প্রথম সপ্তাহেই ৬.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে জায়গা দখল করেছে জলসার নতুন সিরিয়াল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। বিপরীতে ৫.৮ নিয়ে পিছিয়ে পড়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘আমাদের দাদামণি’।

 আরও পড়ুন : মুগ ডাল চিলা থেকে গ্রিলড ফিশ, স্বাস্থ্যসম্মত খাবারে ঢেলে সাজল সংসদের নতুন মেনু! কী কী থাকছে তালিকায়?

পাঁচ নম্বর স্থান ভাগাভাগি করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ এবং পরিণীতা। মাঝে কিছুটা পিছিয়ে পড়লেও গল্পে গতি এনে আবারও প্রথম পাঁচে উঠে এসেছে পরিণীতা। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর (TRP) ৬.২। আর তারপরেই ৫.৮ নিয়ে ছয় নম্বরে রয়েছে ‘আমাদের দাদামণি’।

আরও পড়ুন : সাপদের নিয়েই কারবার, গলায় কোবরা পেঁচিয়ে বাইক চালাতে গিয়ে যা পরিণতি হল ব্যক্তির… শিউড়ে উঠছেন সকলে!

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- পরশুরাম (৭.৫)

দ্বিতীয়- ফুলকি (৭.১)

তৃতীয়- জগদ্ধাত্রী, চিরসখা (৬.৮)

চতুর্থ- রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৭)

পঞ্চম- পরিণীতা, রাঙামতি তীরন্দাজ (৬.২)

ষষ্ঠ- আমাদের দাদামণি (৫.৮)

সপ্তম- চিরদিনই তুমি যে আমার, অনুরাগের ছোঁয়া (৫.৭)

অষ্টম- কথা (৪.৯

নবম- কোন গোপনে মন ভেসেছে, গৃহপ্রবেশ, শুভ বিবাহ (৫.২)

দশম- তুই আমার হিরো (৫.১)

এ সপ্তাহের টিআরপি তালিকা দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কিছু নতুন নাম উঠে এসেছে সেরা দশে। বেশ কয়েকটি ধারাবাহিকের নম্বর বেড়েছে। আবার কিছু কিছু সিরিয়ালের ক্ষেত্রে নম্বর বেশ খানিকটা কমেও গিয়েছে। নতুন ধারাবাহিকগুলি কে কাকে কেমন টক্কর দেয় সেটাই দেখার অপেক্ষা।