IPL ২০২৬-এ বদলাবে RCB-র হোম গ্রাউন্ড? এই স্টেডিয়ামের কাছ থেকে বিশেষ অফার পেল কোহলির দল

Published on:

Published on:

Which stadium will be the home ground of Royal Challengers Bengaluru.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এ RCB-র চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়ারদের ট্রফি নিয়ে উদযাপন দেখতে এসে এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের (Royal Challengers Bengaluru) বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে, BCCI চিন্নাস্বামী স্টেডিয়ামে যেকোনও বড় টুর্নামেন্ট নিষিদ্ধ করেছে। ফলস্বরূপ, রিপোর্ট অনুসারে জানা গিয়েছে RCB IPL ২০২৬ চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও ম্যাচ খেলতে পারবে না। যার কারণে চ্যাম্পিয়ন হওয়ার পর RCB-কে নিজেদের হোম গ্রাউন্ড পরিবর্তন করতে হবে।

RCB (Royal Challengers Bengaluru)-র হোম গ্রাউন্ড পরিবর্তন:

এই স্টেডিয়াম থেকে RCB প্রস্তাব পেয়েছে: জানিয়ে রাখি যে, এম চিন্নাস্বামী স্টেডিয়াম ঘিরে বিতর্কের কারণে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একটি প্রস্তাব দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, IPL ২০২৬-এর জন্য পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে তাদের হোম গ্রাউন্ড বানাতে পারে RCB (Royal Challengers Bengaluru)। এই নিয়ে RCB এবং MCA-র মধ্যে আলোচনা শুরু হয়েছে।


এই প্রসঙ্গে MCA সচিব কমলেশ পিসাল জানিয়েছেন “এই ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে এখনও নিশ্চিত করা হয়নি। কর্ণাটকে পদপিষ্ট হওয়ার কারণে তারা (Royal Challengers Bengaluru) সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই, তারা একটি ভেন্যু খুঁজছে এবং আমরা তাদের আমাদের স্টেডিয়ামটির বিষয়ে জানিয়েছি। প্রাথমিক আলোচনা চলছে, এবং কিছু কারিগরি বিষয় রয়েছে। যা সমাধান করা প্রয়োজন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে পুণে সম্ভবত ম্যাচগুলি আয়োজন করবে।”

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে শুরু হতে চলেছে টেস্ট ম্যাচ! কেমন রয়েছে পিচ? জানালেন সৌরভ

মিনি নিলামের প্রস্তুতি নিচ্ছে RCB: জানিয়ে রাখি যে, গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল মিনি নিলামের জন্য প্রস্তুতি জোরদার করেছে। অনুমান করা হচ্ছে যে, RCB (Royal Challengers Bengaluru) লিয়াম লিভিংস্টোন সহ ৫ জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত ICC-র! ২০২৩ সালে বন্ধ হয়ে যাওয়া এই ODI লিগ ফের হবে শুরু

তবে, সামগ্রিকভাবে RCB (Royal Challengers Bengaluru) দলটি বেশ ভালো জায়গায় রয়েছে। ফলে, খুব বেশি পরিবর্তন হবে না বলেও অনুমান করা হচ্ছে। তবে, ফ্র্যাঞ্চাইজি টিম ডেভিডের সঙ্গী হিসেবে মিডল অর্ডারে একজন বিদেশী ব্যাটার দলে নিতে চাইবে। উল্লেখ্য যে, দীর্ঘ ১৮ বছরের খরার অবসান ঘটিয়ে ২০২৫ সালে RCB IPL ট্রফি জিতেছিল।