মমতার মন্ত্রিসভায় রদলবদল, কারা যাবেন বাদ, আর কাদেরই ভাগ্যে ছিঁড়বে শিকে? জেনে নিন

বাংলাহান্ট ডেস্ক : আজ সোমবার দুপুরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন, বুধবার বিকেলে তাঁর মন্ত্রিসভায় ছোট কিছু পরিবর্তন করবেন তিনি। তিনি এও জানান বর্তমান মন্ত্রিসভা থেকে চার পাঁচ জন বাদ পড়তে পারেন নতুন মন্ত্রীসভায়। তার জায়গায় মন্ত্রিসভায় আসতে পারেন পাঁচ থেকে ছয়টি নতুন মুখও।

এখন মন্ত্রিসভা (Cabinet Change) থেকে কারা বাদ পড়তে পারেন। আর কাদেরই বা ভাগ্যে শিঁকে ছিড়তে চলেছে সেই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি।

সেই অবাস্থা পর্যালোচনা করলে দেখা যাবে বর্তমান মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন সৌমেন মহাপাত্র। তিনি এখন সেচ মন্ত্রী। তাঁকে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও। স্কুল সার্ভিস কমিশন কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ রয়েছে।

রাজ্যে এখন তিনটি শূন্য পদ রয়েছে। সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পান্ডে মারা গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে ক্যাবিনেট থেকে বহিষ্কার করা হয়েছে।

এখন প্রশ্ন হল, মন্ত্রিসভায় নতুন কারা আসতে পারেন?

অনেকেই অনুমান করছেন হুগলি জেলার সদ্য প্রাক্তন সভাপতি স্নেহাশিস চক্রবর্তীকে মন্ত্রীত্ব পদে নিয়ে আসা হতে পারে। স্নেহাশিসের ভাবমূর্তি পরিচ্ছন্ন। তা ছাড়া এলাকায় বেশ জনপ্রিয়তাও রয়েছে তাঁর।

পাশাপাশি মন্ত্রীত্ব দেওয়া হতে পারে বাবুল সুপ্রিয়কেও। আসানসোলের বিজেপি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। বালিগঞ্জ থেকে বিধানসভা আসন থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন তিনি। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ আস্থাভাজন। বাবুলকে পূর্ণ মন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীও করা হতে পারে বলেই মনে করছে অনেকে। পরেশ অধিকারী ই মন্ত্রিসভা থেকে বাদ পড়লে সেই জায়গায় আসতে পারেন উদয়ন গুহ। মন্ত্রিসভার পরিবর্তনে মন্ত্রী করা হতে পারে বরাহনগরের বিধায়ক তাপস রায়কেও। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণের পর পরিষদীয় দফতরের দায়িত্ব তাপসবাবুকে দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর