বাংলাহান্ট ডেস্ক : শেষ হয়েছে এসআইআর (SIR Hearing) এর এনুমারেশন পর্ব। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেখান থেকে বাদ পড়েছে বহু নাম। ২০০২ তালিকার ভোটার তালিকার সঙ্গে কোনোরকম যোগসূত্র দেখাতে পারেননি, এমন ভোটারের সংখ্যা প্রায় ৩০ লক্ষের বেশি। ওই ভোটারদের প্রত্যেকের কাছেই যাবে নোটিশ। জানা গিয়েছে, নোটিশ দেওয়ার পর সাত দিন সময় দেওয়া হবে। নোটিশেই বলে দেওয়া হবে শুনানির (SIR Hearing) দিনক্ষণ।
এসআইআর শুনানিতে (SIR Hearing) কারা পাবে ডাক?
এই নো ম্যাপিং ভোটারদের পাশাপাশি আরও এক কোটির বেশি ভোটারও রয়েছে যাদের সন্দেহের তালিকায় দেখেছি নির্বাচন কমিশন। প্রায় ১ কোটি ৩৬ লক্ষ এই শ্রেণিতে রয়েছে। জানা যাচ্ছে, তাদের নাম খসড়া তালিকায় থাকলেও ফর্মের তথ্য নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। বিএলওরা তাই তাদের তথ্য যাচাই করে দেখবে।

মূল তালিকা প্রকাশ ফেব্রুয়ারিতে: তবে তথ্য যাচাইয়ের পরেও যে ভোটারদের নিয়ে কমিশনের সন্দেহ থাকবে, তাদেরকেই ডাকা হবে শুনানিতে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে মূল বা চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি (SIR Hearing)। বিধানসভাগুলির একাধিক জায়গায় হবে শুনানি।
আরও পড়ুন : শুটিং সেটে বড়সড় বিপত্তি, গুরুতর চোট জিতের, থমকে রইল শুটিং
প্রামাণ্য নথি কী: নির্বাচন কমিশন আগেই ১৩ টি নথির করে উল্লেখ করেছিল। শুনানি পর্বে প্রমাণ হিসেবে প্রয়োজন হবে ওই ১৩ টি নথি। যদি প্রয়োজন পড়ে তবে একাধিক নথিও দেখাতে হতে পারে সন্দেহজনক ভোটারকে।
আরও পড়ুন : SIR প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের হাইকোর্টে! কেন
উল্লেখ্য, শুনানির দিনে যদি কোনও ভোটার উপস্থিত থাকতে পারে সেক্ষেত্রে কী হবে? নির্বাচন কমিশন সূত্রে খবর, যদি বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারে ভোটার তবে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। বয়স্ক যারা তাদের জন্য কি বাড়ি থেকে অনলাইনে শুনানি সম্ভব? কমিশন (Election Commission) জবাবে জানায়, এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এসওপি হবে। তারপর নেওয়া হবে সিদ্ধান্ত।












