বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাসে ভারতীয় দলের সামগ্রিক পারফরম্যান্স অত্যন্ত শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে ভারত। এমতাবস্থায়, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। এদিকে, অস্ট্রেলিয়া সফরের শেষে ইতিমধ্যেই দেশে ফিরেছে ভারতীয় দল। আর তারপরেই সপরিবারে প্রেমানন্দ মহারাজের আশ্রমে ছুটে গেলেন ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)।
প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন কোহলি (Virat Kohli)-অনুষ্কা:
প্রসঙ্গত উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলির (Virat Kohli) ব্যাট থেকে সেঞ্চুরি এলেও তারপর আর নজর কাড়তে পারেননি তিনি। ৫ টি টেস্টের ১০ ইনিংসে মাত্র ২৩.৭৫ এভারেজ তিনি করেন ১৯০ রান। মূলত, অফ স্টাম্পের বাইরের বলে বারংবার আউট হতে দেখা যায় তাঁকে। এমতাবস্থায়, মনঃসংযোগ বাড়াতে দেশে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে স্বামী প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন কোহলি। ইতিমধ্যেই ভজন মার্গ চ্যানেলে এই সম্পর্কিত ভিডিও শেয়ার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এবারেই যে প্রথম প্রেমানন্দ মহারাজের কাছে বিরাট (Virat Kohli) গেলেন এমনটা কিন্তু নয়। বরং, এর আগেও এই তারকা দম্পতি প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন। এদিকে, বর্তমানে কেরিয়ারের কঠিন সময় অতিবাহিত করা বিরাটকে পরামর্শ দিয়েছেন মহারাজ।
আরও পড়ুন: Banglahunt-এর সাথে Strategic Advertisement Partnership-এ প্রবেশ TreasureNFT-র! রইল সম্পূর্ণ বিবরণ
তিনি জানিয়েছেন যে, “আমাদের জীবনে খারাপ সময় এবং ভালো সময় সবটাই থাকবে। এটাই হল জীবনের অঙ্গ। তবে, যাঁরা ব্যর্থতার সময়ে হাসিমুখে সেটি মেনে নিতে পারে তাঁরা অত্যন্ত সাহসী। আর এর কারণ হল পার্থিব খ্যাতি এবং সম্মান পেয়েও ভক্তির পথে ফিরে আসা কঠিন।”
পাশাপাশি, প্রেমানন্দ মহারাজ বিরাটকে (Virat Kohli) এটাও পরামর্শ দিয়েছেন যে, “এই খারাপ সময়ের সাথে অনুশীলনের কোনও সম্পর্ক নেই। বরং, যেটা যখন হওয়ার তখনই সেটা হবে। এই বিষয়ে কারোর হাত নেই।” প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে ইংল্যান্ড সিরিজের আগে ফর্মে ফেরার উদ্দেশ্যে বিরাট কাউন্টি খেলতে যাবেন। আসলে, ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিকে লক্ষ্য করেই বিরাট দ্রুত ফর্মে ফিরতে চাইছেন। এই আবহেই সস্ত্রীক প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়ে দেখা করলেন ভারতের এই তারকা প্লেয়ার।