বাংলাহান্ট ডেস্ক : উত্তম কুমার (Uttam Kumar) এমন একজন মানুষ, যাঁকে মহাতারকা বললেও কম বলা হয়। বাঙালির মননে তাঁর উপস্থিতি চিরউজ্জ্বল। আজও তাঁর ছবির মাধ্যমে উদযাপিত হন মহানায়ক। প্রতি বছরই উত্তম কুমারের সম্মানে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয় রাজ্য সরকারের তরফে। আর এদিনই সাংষ্কৃতিক জগতের কিছু শিল্পীর হাতে তুলে দেওয়া হয় মহানায়ক (Uttam Kumar) সম্মান। এবছর কোন কোন শিল্পীরা পাচ্ছেন এই বিশেষ পুরস্কার?
উত্তম কুমারের (Uttam Kumar) সম্মানে মহানায়ক পুরস্কারের আয়োজন
উত্তম কুমারের (Uttam Kumar) সম্মানে প্রতি বছরের মতো এবারও ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একগুচ্ছ শিল্পীর হাতে তুলে দেওয়া হয় মহানায়ক সম্মান। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty), রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi), পরিচালক গৌতম ঘোষ সহ আরও কয়েকজন পেয়েছেন মহানায়ক সম্মান।
কারা পেলেন এবছর পুরস্কার: এই মুহূর্তে বাংলা সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় এবং সফল সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। ‘প্রাক্তন’ ছবিতে ‘তুমি যাকে ভালোবাসো’ গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে ওঠেন তিনি। এই গানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন ইমন। তারপর থেকে একের পর এক গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। শুধু আধুনিক নয়, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীতেও একই রকম দক্ষ ইমন। এবার উত্তম কুমারের (Uttam Kumar) নামাঙ্কিত মহানায়ক সম্মান পেলেন তিনি।
আরও পড়ুন : অপেক্ষার অবসান, কিষাণ সম্মান যোজনার ২০ তম কিস্তির টাকা কবে ঢুকছে? চলে এল আপডেট
পুরস্কার পেয়েছেন রূপঙ্কর বাগচি: মহানায়ক সম্মান পেয়েছেন রূপঙ্কর বাগচিও। সেই বাংলা ব্যান্ডের রমরমার সময় থেকেই বাঙালি সঙ্গীতপ্রেমীদের সুপারহিট সব গান উপহার দিয়ে আসছেন তিনি। ‘জাতিস্মর’ ছবিতে ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন রূপঙ্কর। মুখ্যমন্ত্রীর হাত থেকে মহানায়ক সম্মান নিয়েছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। হামি খাদ ইতি মৃণালিনীর মতো ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।
আরও পড়ুন : মহানায়কের প্রিয় খাবার এবার আপনার পাতে, কীভাবে রাঁধবেন লঙ্কা মুরগি? রইল রেসিপি
উত্তম কুমারের সম্মানে মহানায়ক (Uttam Kumar) পুরস্কার পেয়েছেন খ্যাতনামা পরিচালক গৌতম ঘোষ। পদ্মানদীর মাঝি, মনের মানুষ এর মতো ছবির পাশাপাশি সত্যজিৎ রায়, দলাই লামার মতো ব্যক্তিত্বদের নিয়ে তথ্যচিত্রও তৈরি করেছেন তিনি। এবছরের মহানায়ক সম্মান প্রাপকদের তালিকায় নাম রয়েছে টলিউড ইন্ডাস্ট্রির প্রস্থেটিক মেকআপ খ্যাত রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্যর। অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, হেমলক সোসাইটির মতো ছবিতে কাজ করেছেন তিনি। অপরাজিত ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।