মোদীর জনতা কার্ফুর প্রশংসায় পঞ্চমুখ WHO

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। উনি এই ভাষণে করোনা সংক্রমিত ভারতবাসীদের আতঙ্কে না থেকে সতর্ক থাকার বার্তা দেন। উনি দেশের প্রতিটি প্রতিষ্ঠান, হাসপাতাল, সুরক্ষা কর্মী এবং অন্যান্যদের যারা করোনার সাথে দিনরাত মোলাবিলা করছেন তাঁদের ধন্যবাদ জানান।

এছাড়াও উনি ৬০ বছরের বেশি বয়সী মানুষদের আপাতত এই কয়েকটি দিন ঘরের বাইরে না বেরনোর পরামর্শ দেন। আরেকদিকে, তিনি গোটা ভারতবাসীর কাছে আগামী ২২ মার্চ রবিবার ১৭ ঘন্টা জনতা কারফিউ করার আবেদন করেন। উনি বলেন, খুব প্রয়োজন না থাকলে আমরা যেন ওইদিন ঘর থেকে না বের হই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথার পর গোটা দেশে করোনা নিয়ে রাজনীতির পারদ আবার চরেছে। একদিকে কংগ্রেস এনসিপি এর মতো দল গুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ডাকে সাড়া দিয়ে আগামী ২২ মার্চ জনতা কার্ফু পালন করবে বলে জানিয়েছে। আরেকদিকে আরও কিছু রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আহ্বানকে শ্রেফ বুজরুকী বলে চালিয়ে দিচ্ছে।

কিন্তু নরেন্দ্র মোদীর এই আহ্বানের পর বলিউডের নক্ষত্র এবং ক্রিকেটাররা জানিয়েছেন তাঁরা ওইদিন জনতা কার্ফু পালন করবেন। আরেকদিকে বিশ্ব স্বাস্থ সংস্থা (WHO) এর প্রতিনিধি হেঙ্ক বেকেডাম মোদীর এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন সঠিকভাবে কার্ফু রূপায়ন করা হলে দীর্ঘকালীন ভাইরাসের সংক্রমণ কমে যাবে।

X