কে এই দেবতনু ভট্টাচার্য, যাকে প্রার্থী করল বিজেপি? তারকা না হলেও নাম, খ্যাতি কম নয়

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বীরভূম কেন্দ্রের দিকে নজর রয়েছে অনেকের। তৃণমূলের তরফ থেকে এবারও এই আসনে প্রার্থী করা হয়েছে শতাব্দী রায়কে। অন্যদিকে বিজেপি টিকিট দিয়েছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। দুই হেভিওয়েট প্রার্থীর এই ‘লড়াই’য়ে শেষ অবধি কে বাজিমাত করেন তা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। তবে তার আগে আচমকা ছন্দপতন! দেবাশিসের পর বীরভূম থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য (Debtanu Bhattacharya BJP)।

এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। একই কেন্দ্রে দুই বিজেপি (BJP) প্রার্থী! এ কেমন কথা? শুরু হয়ে যায় চর্চা। গত মঙ্গলবারই বীরভূম (Birbhum) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দেবাশিস। এরপর থেকে জমিয়ে প্রচার করছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল অবধি সব ঠিকই ছিল। তবে পরশুদিন দুপুরে জানা যায়, বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের আর এক নেতা দেবতনু (Debtanu Bhattacharya)। এরপর শুক্রবার সামনে আসে দেবাশিসের মনোনয়ন বাতিল হওয়ার খবর। ‘নো ডিউ’ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা যায়।

কে এই দেবতনু? বীরভূম আসনে বিজেপির (BJP) হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তাঁকে নিয়ে বাড়তে থাকে কৌতূহল। গেরুয়া শিবির সূত্রে খবর, চব্বিশের লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংগঠনিক কাজের দায়িত্বে ছিলেন দেবতনু। বুধবার পূর্ব বরধমানের কালনা, পূর্বস্থলী, কাটোয়ায় সাংগঠনিক বৈঠকেও হাজির ছিলেন তিনি।

আরও পড়ুনঃ ভারতরত্ন নিয়েও রাজনীতি করে BJP! অমিতাভ-শত্রুঘ্নকে ‘বঞ্চিত’ করা হয়েছে! আক্রমণ মমতার

এরপর বৃহস্পতিবার দেবতনুকে সিউড়ি আসতে বলা হয়। সেদিন দুপুরেই বীরভূম আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি। জানা যাচ্ছে, বছর তিনেক আগে বিজেপিতে যোগদান করেছিলেন বীরভূমের এই ‘বিকল্প’ পদ্ম প্রার্থী। এর আগে ‘হিন্দু সংহতি’ নামের একটি সংগঠনের অংশ ছিলেন। তপন ঘোষের তৈরি এই সংগঠনের উত্তরসূরি ছিলেন দেবতনু। এরপর ২০২১ সালে বিজেপিতে যোগদান করেন।

একুশের বিধানসভা ভোটে হাওড়ার আমতা কেন্দ্রে দাঁড় করানো হয়েছিল দেবতনুকে। তবে সেবার জয়ী হতে পারেননি। তা সত্ত্বেও চব্বিশের লোকসভা নির্বাচনে দেবাশিসের ‘বিকল্প’ হিসেবে তাঁর ওপরেই আস্থা রাখল দল। বৃহস্পতিবার সিউড়িতে জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেবতনু জানান, দলের নির্দেশেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

Debtanu Bhattacharya BJP candidate Birbhum

এদিকে বিজেপি সূত্রে প্রথমে জানা গিয়েছিল, প্রাক্তন আইপিএস দেবাশিসের প্রার্থীপদ সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। নথিপত্র সম্বন্ধিত সমস্যা মূলত। সেই জন্য ‘বিকল্প’ প্রার্থী হিসেবে দেবতনুকে মনোনয়নপত্র জমা দিতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এই প্রসঙ্গে দেবাশিসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘এর মধ্যে কোনও প্রকার অঙ্ক নেই। কোথাও যাতে সমস্যা না হয়, সেই জন্য হয়তো আর একজন মনোনয়নপত্র জমা দিল’। তবে গতকাল জানা যায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে।

এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস প্রসঙ্গে বলেছিলেন, তাঁর সরকার এখনও ‘ছাড়পত্র’ দেয়নি এই প্রাক্তন আইপিএস অফিসারকে। এই বিষয়ে দেবাশিস বলেন, ‘উনি ছাড়পত্র দেওয়ার কেউ নন। কেন্দ্রের অনুমোদনে আমি চাকরি পেয়েছে। সেখানে ইস্তফা দিয়েছি। রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন সেটা আমায় রাজ্য সরকারই জানিয়েছে। ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরেই আমি মনোনয়নপত্র জমা দিয়েছি’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর