হাঁপানি রোগীই হবে সেরা বক্সার! নবাগতা ‘ফুলকি’র আসল পরিচয় জানেন?

বাংলাহান্ট ডেস্ক: গরিমসি করতে করতে শুরু হয়েই গেল ‘ফুলকি’র (Fulki) শুটিং। জি বাংলার সবথেকে নতুন সিরিয়াল হতে চলেছে এটি। মাস কয়েক আগে প্রকাশ্যে এসেছিল এই ধারাবাহিকের প্রথম প্রোমো। সিরিয়ালের প্লট মোটামুটি বোঝা গিয়েছিল সেই প্রোমোতে। তবে সেখানে শুধু নায়িকার দেখাই মিলেছিল। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগতা দিব্যানী মণ্ডল (Divyani Mondal)।

প্রথম প্রোমো মুক্তি পেতেই চর্চায় উঠে এসেছিল ফুলকি। তার প্রধান কারণ ছিল, এই সিরিয়াল জি তথা বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ এর জায়গা নিতে এসেছে। পাশাপাশি প্রোমোর বিষয়বস্তু নিয়েও হাসাহাসি শুরু হয়েছিল নেটমাধ্যমে। একজন হাঁপানি রোগী বক্সিং করবে, এটা শুনেই মুখ বেঁকিয়েছেন নেটনাগরিকরা।

   

mithai fulki

তবে এটা কি জানেন, ফুলকি হয়ে যিনি অভিনয় করতে চলেছেন সিরিয়ালের মুখ্য চরিত্রে, এটাই তাঁর প্রথম ধারাবাহিক? হ্যাঁ, অভিনয়ে নবাগতা দিব্যানী। তবে ইন্ডাস্ট্রিতে অবশ্য একেবারে নতুন নন তিনি। এর আগে কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন দিব্যানী। তবে অভিনয় প্রথম ফুলকি সিরিয়ালেই।

এই ধারাবাহিকের নায়ক নিয়েও ছিল ধোঁয়াশা। মাঝে শোনা গিয়েছিল, সোমরাজ মাইতিকে দেখা যাবে ফুলকি ওরফে দিব্যানীর বিপরীতে। কিন্তু নতুন প্রোমোতে নায়ক হিসেবে দেখা গেল অভিষেক বসুকে। অনেকে দাবি করছেন, অভিষেকের জন্যই নাকি ডুববে ফুলকি।

প্রসঙ্গত, মিঠাইয়ের সেট মনোহরা ভেঙেই গড়ে উঠেছে ফুলকির সেট। মিঠাইয়ের পরিচালকই পরিচালনা করবেন ফুলকি সিরিয়ালের। উপরন্তু মিঠাইয়ের অনেক অভিনেতা অভিনেত্রীও চলে গিয়েছেন ফুলকিতে। প্রোমোতেই দেখা মিলেছে মিঠাইয়ের ননদ নন্দা ওরফে কৌশাম্বী চক্রবর্তীর।

fulki

গত রবিবার থেকেই ফুলকির শুটিং শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, এই মাসেই নাকি শেষ হয়ে যাবে মিঠাইয়ের শুটিং আর আগামী মাসে পথচলা শেষ করে ধারাবাহিকটি। ইতিমধ্যেই টিআরপি তলানিতে নেমে গিয়েছে মিঠাইয়ের। আপাতত শুধু শেষের দিনের অপেক্ষা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর