বাংলাহান্ট ডেস্ক : তেন্ডুলকর পরিবারে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘মাস্টারব্লাস্টার’ সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে বাগদান। হঠাৎ করেই এত বড় খবরটা এসে পড়ে কার্যত হইচই ফেলে দিয়েছে সর্বত্র। কিন্তু কাকে বিয়ে করছেন অর্জুন (Arjun Tendulkar)? সচিনের হবু পুত্রবধূ কোন পরিবারের মেয়ে জানেন?
বিয়ে করছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)
জানা গিয়েছে, খ্যাতনামা ব্যবসায়ী পরিবারের সঙ্গে কুটুম্বিতা হতে চলেছে তেন্ডুলকর পরিবারের। সচিনের হবু পুত্রবধূর নাম সানিয়া চন্দোক। খ্যাতনামা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি তিনি। মুম্বইয়ের তাবড় ব্যবসায়ীদের মধ্যে তিনি অন্যতম। গ্যাভিস গ্রুপের প্রধান রবি ঘাইয়ের একাধিক ব্যবসা রয়েছে। হোটেলের ব্যবসার পাশাপাশি নামী আইসক্রিম ব্র্যান্ডের মালিকও তিনি। জনপ্রিয় কোয়ালিটি আইসক্রিম ব্র্যান্ডটি তাঁরই। পাশাপাশি ‘সার্ক’ অন্তর্ভুক্ত দেশগুলিতে আরেক জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘বাসকিন রবিন্স’এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসেন তিনি।
সানিয়া কী করেন: তবে এই পরিবারেও রয়েছে ‘কাহিনি’। জানা যায়, সানিয়ার বাবা গৌরব ঘাই অর্থাৎ সচিনের হবু বেয়াইয়ের সঙ্গে নাকি তাঁর বাবা রবি ঘাইয়ের তেমন ভালো সম্পর্ক নয়। এহেন প্রভাবশালী পরিবারের মেয়ে সানিয়া নিজে কোন পেশার সঙ্গে যুক্ত?
আরও পড়ুন : ভারতীয় কিনা প্রমাণ দিতে দেখাতে হবে ‘স্মার্ট কার্ড’! দেশজুড়ে বিরাট উদ্যোগের পরিকল্পনা কেন্দ্রের
কোথায় পড়াশোনা করেছেন সানিয়া: সচিনের (Arjun Tendulkar) হবু পুত্রবধূর সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও শোনা যায়, ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে পড়াশোনা করেছেন সানিয়া। এরপর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে। ২০২০ তে পাশ করেন তিনি। তারপর দেশে ফিরে শুরু করেন নিজের ব্যবসা। পশুপ্রেমী সানিয়া মুম্বইতে পোষ্যদের দেখভালের জন্য একটি স্টোরও খোলেন।
আরও পড়ুন : এখনও জানান দিচ্ছে ‘সিঁদুর’-এর ক্ষত, ভারতের আতঙ্কে এবার বড় পদক্ষেপ পাকিস্তানের, শেষে নকল করতে হল চিনকে
অর্জুনের বিষয়ে বলতে গেলে, ২০২০-২১ সালে ক্রিকেট কেরিয়ার শুরু করেন তিনি। মুম্বইয়ের হয়ে জুনিয়র বিভাগে খেলেছেন সচিন পুত্র। সিনিয়র দলে অবশ্য জায়গা হয়নি তাঁর। লাল বলের ক্রিকেটে এখনও পর্যন্ত ১৭ টি ম্যাচে মোট ৫৩২ রান করেছেন অর্জুন। এছাড়াও দুটি অর্ধশতরান এবং একটি শতরান রয়েছে তাঁর কেরিয়ারে।