বাংলা হান্ট ডেস্ক: চেন্নাইতে কার্যত শুরু হয়েছে মহারণ। দু’মাসেরও বেশি সময় ধরে চলা ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মেগা টুর্নামেন্ট IPL (Indian Premier League)-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এমতাবস্থায়, দীর্ঘ লড়াই শেষে চলতি মরশুমে IPL চ্যাম্পিয়ন কে হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।
মূলত, আজকের এই ম্যাচে একদিকে বলিউডের কিং খানের দল এবং অন্যদিকে IPL-এর নতুন “ক্রাশ” কাব্য মারানের দল একে অপরের মুখোমুখি হয়েছে। যদিও, এই দুই দলের মালিক ঠিক কত সম্পদের অধিকারী সেই বিষয়টি ফাইনালের আগে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ যে বিপুল সম্পদের অধিকারী সেটা তো আমরা জানি। কিন্তু আপনি কি জানেন, কাব্য মারানের ঠিক কত সম্পদ রয়েছে? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
জানিয়ে রাখি যে, হায়দ্রাবাদের ব্যবসায়ী পরিবারের কন্যা হলেন কাব্য। তাঁর বাবা হলেন কালনিথি মারান। যিনি সান গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। পাশাপাশি, কালনিথি সান মিউজিক ও এফএম-রও মালিক। এমতাবস্থায়, তাঁদের দলের নাম হল সানরাইজার্স হায়দ্রাবাদ। ওই টিমের মূল্য হল ৭৪৩.২ টাকা। এদিকে, হায়দ্রাবাদ দলের সিইওর দায়িত্বে রয়েছেন কাব্য মারান।
আরও পড়ুন: IPL-এ চ্যাম্পিয়ন হলেই হবে টাকার বৃষ্টি! প্রাইজ মানি করে দেবে মালামাল, জানলে আপনিও হবেন “থ”
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কাব্যের বার্ষিক আয় ১.০৯ কোটি টাকা। পাশাপাশি, তাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ হল ৪০৯ কোটি টাকা। এবারে আমরা যদি শাহরুখ খানের মোট সম্পদের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে কাব্য মারানের তুলনায় কয়েক গুণ বেশি সম্পত্তির মালিক শাহরুখ। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী কিং খানের সম্পত্তির পরিমাণ আনুমানিক ৬,৩০০ কোটি টাকা।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য প্রস্তুত গম্ভীর? BCCI-এর সামনে রাখলেন এই “বিশেষ শর্ত”
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, কাব্য মারান যেখানে বছরে ১ কোটির বেশি আয় করেন, সেখানে শাহরুখ দৈনিক ১০ কোটি টাকারও বেশি আয় করেন। মূলত, সিনেমার পাশাপাশি একাধিক বিজ্ঞাপন এবং শো থেকেও বিপুল অর্থ উপার্জন করেন শাহরুখ। এছাড়াও, বিভিন্ন ব্যবসাতেও বিনিয়োগ রয়েছে কিং খানের। আর এগুলির ওপর ভর করেই বিপুল সম্পদের অধিকারী হয়েছেন শাহরুখ খান।