বাংলাহান্ট ডেস্ক : বলিউডের ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম ধর্মেন্দ্র (Dharmendra) এবং হেমা মালিনী। ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেম কাহিনি আজও চর্চিত। এমনকি হেমার জন্য নিজের প্রথম স্ত্রী প্রকাশ কউরকে পর্যন্ত ত্যাগ করেছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। ধর্ম পরিবর্তন করে তিনি বিয়ে করেছিলেন হেমাকে। তবে প্রথম স্ত্রীকে ছেড়ে দিলেও আইনি বিচ্ছেদ কখনোই হয়নি তাঁদের।
হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)
বলিউডের ‘ড্রিম গার্ল’ নিজের প্রেমে পড়তে বাধ্য করেছিলেন ধর্মেন্দ্রকেও। সে সময় অভিনেতা বিবাহিত, চার সন্তানের বাবা। তবুও হেমার প্রেমে ভেসে গিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অভিনেতা। এক স্ত্রী বর্তমান থাকায় দ্বিতীয় বিয়ে করা যাবে না। শোনা যায়, তাই নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। সংসার পেতেছিলেন হেমার সঙ্গে। অভিনেতার প্রথম স্ত্রীর সঙ্গে অবশ্য কখনও কোনও বিবাদ হয়নি হেমার। কিন্তু এখন শেষ বয়সে এসে কোন স্ত্রী রয়েছেন ধর্মেন্দ্রর (Dharmendra) পাশে?
এখন কার সঙ্গে রয়েছেন ধর্মেন্দ্র: সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল মুখ খোলেন এ বিষয়ে। তিনি বলেন, ‘পাপা’ এখন মোটেই একা নন। খান্ডালার ফার্ম হাউসে ‘মমি’র (প্রকাশ কউর) সঙ্গে থাকেন তিনি। দুজনেরই বয়স হয়েছে, তাই শান্তিতে সেখানে সময় কাটাতে ভালোবাসেন তাঁরা। সেখানের আবহাওয়া সুন্দর, খাবারও ভালো। ধর্মেন্দ্র (Dharmendra) জায়গাটিকে এক স্বর্গে পরিণত করেছেন বলে মন্তব্য করেন ববি।
আরও পড়ুন : শুটিংয়ের প্রথম দিনেই কেলেঙ্কারি, উত্তম কুমারের পা ধরে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ!
কী জানালেন ববি: ববির কথায়, তাঁর মা প্রকাশ পরিবারের স্তম্ভ স্বরূপ। প্রতিদিনই মায়ের সঙ্গে কথা হয় তাঁর। খুবই শক্ত মনের মানুষ তিনি। ববি বলেন, তিনি যেমন তাঁর স্ত্রীর জন্য আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছেন, তেমনই ধর্মেন্দ্রও (Dharmendra) প্রকাশের জন্যই এত বড় তারকা হতে পেরেছেন।
আরও পড়ুন : স্টার্মারের সফরে কয়েক হাজার কোটির চুক্তি! ভারতকে “ব্রহ্মাস্ত্র” দেবে ব্রিটেন
প্রসঙ্গত, প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে চার সন্তান রয়েছে ধর্মেন্দ্রর। ববি এবং সানি ছাড়াও দুই কন্যা রয়েছে তাঁদের। এরপর হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। দুই কন্যা রয়েছে তাঁদের, এশা এবং অহনা। তবে শেষ বয়সে এসে ফের প্রথম স্ত্রীর কাছেই ফিরলেন ধর্মেন্দ্র।