বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতের হয়ে অলিম্পিকে পদক জেতা শ্যুটার মনু ভাকের পাচ্ছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Award)। এর আগে, যখন খেলরত্ন পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছিল, তখন মনু ভাকেরের নাম তাতে অন্তর্ভুক্ত ছিল না। যার ফলে মনু ভাকেরের বাবা এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। যদিও, এবার মনুকে খেলরত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, মনু ছাড়াও আরও তিনজন খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। যাঁদের মধ্যে রয়েছেন ডি গুকেশও।
কারা পাচ্ছেন খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Award):
সম্প্রতি দাবাতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ডি গুকেশও খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Award) পাচ্ছেন। ডি গুকেশ দাবা বিশ্বকাপের ফাইনালে চিনের লিন ড্যানকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হন। যার কারণে তিনি সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হয়েছেন। ভারত থেকে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে ডি গুকেশের।
KHEL RATNA AWARD 2024 ANNOUNCED
1. Gukesh Dommaraju – Chess
2. Harmanpreet Singh – Hockey
3. Praveen Kumar – Para Athletics
4. Manu Bhaker – ShootingHuge congratulations to all the awardees pic.twitter.com/Jlj2yhowFH
— The Khel India (@TheKhelIndia) January 2, 2025
হরমনপ্রীত এবং প্রবীন কুমারের নামও রয়েছে: এদিকে, মনু ভাকের এবং ডি গুকেশ ছাড়াও ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংকেও খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Award) দেওয়া হচ্ছে। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে, ভারতীয় হকি দল নজির গড়েছে এবং প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতে। এটি ছিল অলিম্পিকে ভারতীয় হকি দলের টানা দ্বিতীয় ব্রোঞ্জ পদক। হরমনপ্রীত সিংয়ের পাশাপাশি প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারও এবার খেলরত্ন পুরস্কার পাচ্ছেন।
আরও পড়ুন: নতুন বছরে আদানি গ্রুপকে বড়সড় উপহার দিল রাজ্য সরকার! জানলে হয়ে যাবেন “থ”
প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ, প্রবীণ হাই জাম্পের T64 বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়াও, টোকিও অলিম্পিক ২০২০-তে রুপো জিতেছেন প্রবীণ। ভারতের জন্য প্যারালিম্পিক্স গেমসে আশ্চর্যজনক অবদানের জন্য প্রবীণ কুমারকে সর্বোচ্চ ক্রীড়া সম্মান (Major Dhyan Chand Khel Ratna Award) দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রোহিতের ওপর আর নেই ভরসা! এবার ফের অধিনায়ক হবেন কোহলি? সামনে এল বড় আপডেট
খেলরত্ন পুরস্কারে মিলবে ২৫ লক্ষ টাকা: জানিয়ে রাখি যে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Award) হল ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এই সম্মানের অধীনে, পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় বা ক্রীড়াবিদকে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়। সেই সঙ্গে ট্রফি ও সম্মাননাপত্রও দেওয়া হয়। আগে খেলরত্ন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়রা পেতেন মাত্র ৭.৫ লক্ষ টাকা। কিন্তু, ২০২০ সালে তা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়।