ইজরায়েল-প্যালেস্তাইনের মতো পরিস্থিতি কাবুলের! আকাশে হচ্ছে রকেট বৃষ্টি, চারিদিকে আতঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তান থেকে আমেরিকার প্রত্যাবর্তনও শান্তির মধ্যে দিয়ে হচ্ছে না। কাবুল এয়ারপোর্টে আত্মঘাতী হামলার পর অবস্থা খুবই খারাপ। নিজেদের জওয়ানের মৃত্যুর বদলা নিতে আমেরিকার লাগাতার হাওয়াই হামলা করে চলেছে। অন্যদিকে, সোমবার সকালেও একটি হামলা হয়েছে। এখন বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি ইজরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে কয়েকমাস আগে হওয়া পরিস্থিতির মতো হয়ে উঠেছে। এখন আফগানিস্তানের আকাশে রকেট বৃষ্টি হচ্ছে।

সোমবার সকালে কাবুলের হামিদ করজাই ইন্টারন্যশানাল বিমানবন্দরে পাশেও একই রকম দৃশ্য দেখা যায়। বিমানবন্দরকে লক্ষ্য করে রকেট ফায়ার করা হয়। শোনা যাচ্ছে যে, ৫টি রকেট এয়ারপোর্টের কাছ থেকে ফায়ার করা হয়েছিল। টোলো নিউজের মতে, একটি গাড়িত থেকে রকেটগুলিকে কাবুল এয়ারপোর্টকে লক্ষ্য করে ফায়ার করা হয়েছিল। যদিও, এয়ার ফিল্ড ডিফেন্স সিস্টেম জঙ্গিদের এই রকেট হামলা নাস্তানাবুদ করে দেয়।

এর আগে রবিবার আমেরিকার তরফ থেকে এয়ার স্ট্রাইক করা হয়েছিল। এর মানে এই যে, দুই তরফ থেকে হানা, পাল্টা হানা দেওয়া হচ্ছে। সোমবার সকালে কাবুলের আকাশে রকেটের গর্জনে গোটা শহর কেঁপে ওঠে। চারিদিকে ধোঁয়াচ্ছন হয়ে পড়ে। একটি রকেট কাবুলের কাবুলের সলিম কারবান এলাকায় গিয়ে পড়ে। এরপর গোটা এলাকায় তুমুল আতঙ্ক ছড়ায়। শুধু রকেটই না, এরপর লাগাতার গুলির আওয়াজও শোনা যায়।

সকাল-সকাল আফগানিস্তানের রাজধানীতে কে বা কারা এই হামলা চালায়, সেটা জানা যায়নি। গোটা কাবুলের মধ্যে একমাত্র কাবুল বিমানবন্দরই মার্কিন সেনার দখলে রয়েছে। আর সেই এয়ারপোর্টেই বারবার হামলা চালাচ্ছে জঙ্গিরা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর