এবার নজরে হাসিনা কন্যা, ইউনূসের অভিযোগের ভিত্তিতে বড় সিদ্ধান্ত নিল WHO

Published on:

Published on:

WHO removes Sheikh Hasina daughter Saima Wazed

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) রিজিওনাল ডিরেক্টরের পদে আর থাকছেন না শেখ হাসিনার কন্যা (Sheikh Hasina’s Daughter) সাইমা ওয়াজেদ পুতুল (Saima Wazed)। বাংলাদেশে ইউনূস সরকারের (Yunus Government) তরফে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়েরের পরই পদ থেকে কার্যত সরিয়ে দেওয়া হল তাঁকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে ১১ জুলাই একটি অভ্যন্তরীণ ইমেলে কর্মীদের জানানো হয়েছে, সাইমা ওয়াজেদ অনির্দিষ্টকালের ছুটিতে (Leave) যাচ্ছেন। আপাতত তাঁর দায়িত্ব সামলাবেন হু-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল ক্যাথেরিনা বোয়েমি (Dr. Catharina Boehme)। তবে কবে সাইমা কাজে ফিরবেন, সে বিষয়ে কোনও উল্লেখ নেই।

২.৮ মিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ

সাইমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ (Corruption) সামনে আনে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী দুর্নীতি প্রতিরোধ কমিশন। অভিযোগ, শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর প্রভাব খাটিয়ে সাইমা ওয়াজেদ বাংলাদেশের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় ২.৮ মিলিয়ন ডলার তুলে সূচনা ফাউন্ডেশনের (Shuchona Foundation) মাধ্যমে নিজের হস্তগত করেন। এমনকি নিজের শিক্ষাগত যোগ্যতা ছাড়াই মায়ের প্রভাব খাটিয়ে হু-র (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার দায়িত্ব পান বলেও অভিযোগ।

WHO removes Sheikh Hasina daughter Saima Wazed

আরও পড়ুনঃ তিন দশকের চাকরির পর অস্থায়ী কর্মীর তকমা, পেনশন কাণ্ডে বিস্ফোরক হাইকোর্ট

শুধু দুর্নীতি নয়, আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সাইমা দাবি করেছিলেন যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) এক পদে ছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করে। অর্থাৎ নিজের প্রোফাইল জোরদার করতে ভুয়ো তথ্য দাখিল করেছেন বলেও অভিযোগ।

এই সমস্ত অভিযোগ সামনে আসতেই ইউনূস সরকারের তরফে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ে। তারপরেই হু (WHO) কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে ‘ছুটি’ নামেই এই পদক্ষেপের ব্যাখ্যা দেওয়া হয়েছে।