কয়েক মাসেই ভাঙে সংসার, দ্বিতীয় বিয়ে তারাপীঠে, অরিজিতের প্রথম স্ত্রী কে ছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে দেশের সবথেকে জনপ্রিয় গায়কদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। বাংলার ছেলে নিজের সুরের মূর্ছনায়, গায়কীতে মুখ উজ্জ্বল করছেন সমগ্র দেশের। জিয়াগঞ্জের ছেলের গৌরবে গর্বিত বাঙালি। তবে তাঁকে নিয়ে মানুষের কৌতূহলও কম নেই। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন সকলেই।

অরিজিৎকে (Arijit Singh) নিয়ে আগ্রহ সকলের

তবে এত বড় তারকা হয়েও খুবই সাধারণ জীবনযাপন করে থাকেন অরিজিৎ। ব্যক্তিগত জীবনও আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। তবে নেটমাধ্যমে অরিজিতের (Arijit Singh) বিষয়ে অনেক তথ্যই রয়েছে যেগুলোর মধ্যে অধিকাংশই ভুয়ো বলে জানা গিয়েছে। যেমন অনেকেই জানেন, অরিজিৎ দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু তাঁর প্রথম স্ত্রীর পরিচয় নিয়ে রয়েছে বিভ্রান্তি।

Who was arijit singh first wife nra

কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী: শোনা যায়, ‘ফেম গুরুকুল’ এর সহযোগী রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল অরিজিতের (Arijit Singh)। কিন্তু রূপরেখা নিজেই একথা ভুয়ো বলে দাবি করেছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়া লাইভে এসে সবটা ভুয়ো গুজব বলে স্পষ্ট করে দিয়েছিলেন রূপরেখা। জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অরিজিতের (Arijit Singh) কখনোই কোনো সম্পর্ক ছিল না।

আরো পড়ুন : দিতিপ্রিয়ার নায়ক হয়ে ৫ বছর পর ছোটপর্দায় কামব্যাক “এই” অভিনেতার, পারিশ্রমিকে গড়লেন রেকর্ড!

কীভাবে হয়েছিল বিয়ে: তবে নেটমাধ্যমের একটি সূত্র বলে, বাড়ির লোকের পছন্দ করা মেয়েকেই নাকি প্রথমে বিয়ে করেছিলেন অরিজিৎ (Arijit Singh)। মুর্শিদাবাদের এক মেয়ের সঙ্গে নাকি আইনি মতে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু সে বিয়ের মেয়াদ ছিল মাত্র কয়েক মাসের। এমনকি এও শোনা যায়, বর্তমানে নাকি ফের অন্যত্র বিয়ে করেছেন তিনি।

আরো পড়ুন : রাস্তার মিছিলে নয়, এবার টিভির পর্দায় ‘জাস্টিস’ চাইলেন উষসী, কিন্তু কার জন্য?

অরিজিতের (Arijit Singh) বর্তমান স্ত্রী কোয়েল ছিলেন তাঁর ছোটবেলার বান্ধবী। শোনা যায়, তাঁর নাকি অতীতে বিয়ে হয়েছিল একবার। এক সন্তানও রয়েছে কোয়েলের। তবে অরিজিৎই প্রেম প্রস্তাব দিয়েছিলেন তাঁকে। ২০১৪ সালে তারাপীঠে একেবারে অনাড়ম্বর ভাবে বিয়ে হয় দুজনের। অরিজিতের পেশাগত জীবনের অনেকটা জুড়ে রয়েছেন তাঁর স্ত্রী। দুই সন্তানকে নিয়ে বেশ সুখে রয়েছেন তাঁরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর