বাংলাহান্ট ডেস্ক : সদ্য বিবাহিত জীবনে পা রেখেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। মাস দুয়েক আগে জার্মানিতে গোপনে বিয়ে সারেন তিনি বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ তথা আইনজীবী পিনাকি মিশ্রের সঙ্গে। মঙ্গলবার দিল্লিতে ছিল গ্র্যান্ড রিসেপশন। কারা কারা আমন্ত্রিত ছিলেন, কাদেরই বা দেখা গেল রিসেপশনে?
দিল্লিতে তারকাখচিত রিসেপশন মহুয়া মৈত্রের (Mahua Moitra)
দিল্লির এক অভিজাত হোটেলে বড়সড় রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন মহুয়া (Mahua Moitra) পিনাকি। সেই উপলক্ষে রাজনৈতিক জগৎ থেকে কার্যত চাঁদের হাট বসেছিল। সেখানেই নজর কাড়লেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সনিয়া গান্ধী। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও।
কাদের আমন্ত্রণ ছিল: তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভারও সমস্ত সাংসদকে মহুয়া (Mahua Moitra) আমন্ত্রণ জানিয়েছিলেন বলে খবর। তবে একজন বাদে। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় সতীর্থ হলেও কল্যাণের সঙ্গে দীর্ঘদিন মুখ দেখাদেখি নেই মহুয়ার (Mahua Moitra)। সম্প্রতি দুজনের মধ্যে ফেল তুঙ্গে উঠেছে বচসা। সম্প্রতি এক পডকাস্টে কল্যাণের বিষয়ে প্রশ্নের উত্তরে কৃষ্ণনগরের সাংসদ বলেন, শুয়োরের সঙ্গে মারামারি করলে নিজের গায়েই নোংরা লাগবে। পাশাপাশি পরোক্ষে তাঁকে নারীবিদ্বেষী বলেও কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন : মাত্র ১৫-২০ দিনেই উঠেছে টন-টন ইলিশ, তবুও বাজারে দাম চড়া! কোথায় যাচ্ছে এত মাছ?
মহুয়া-কল্যাণ তরজা তুঙ্গে: এদিকে পালটা জবাব দিয়েছেন কল্যাণ। এমনকি সোমবার মহুয়াকে দেখে তিনি টিপ্পনীও করেছিলেন, দিনটা খারাপ গেল! তৃণমূলের একটি সূত্রে খবর, কল্যাণকে নাকি আমন্ত্রণই করেননি মহুয়া (Mahua Moitra)। আমন্ত্রণ জানিয়েছিলেন সাংসদ তথা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। যদিও তিনি উপস্থিত থাকতে পারেননি।
होटल ललित में टीएमसी सांसद महुआ मोइत्रा जी और पूर्व सांसद पिनाकी मिश्रा जी के रिसेप्शन में सम्मिलित हुआ। मैं उनके सुखद दाम्पत्य जीवन की कामना करता हूँ। @MahuaMoitra #chandauliLoksabha #sansadchandauli #loksabhachandauli pic.twitter.com/XTn2POEukk
— Virendra Singh (@apkavirendra) August 5, 2025
আরও পড়ুন : নিজের নামে রয়েছে একাধিক ভোটার কার্ড? বড় কেলেঙ্কারির আগে বাড়িতে বসেই বাতিল করুন এই পদ্ধতিতে
মহুয়ার রিসেপশনে অবশ্য দেখা গেল জুন মালিয়া, সাগরিকা ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদদের। জানা যাচ্ছে, রাজ্যসভা এবং লোকসভার মহিলা সাংসদদের একটি বিশেষ গ্রুপ রয়েছে সংসদ ভবনে। সেখানে দলমত নির্বিশেষে বন্ধু সাংসদরা। সেই গ্রুপ থেকে সুপ্রিয়া সুলে প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজনও উপস্থিত ছিলেন মহুয়ার রিসেপশনে।