বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২০ শে জানুয়ারি হতে চলা শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। তবে মোদী নন, ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী। এমনি তথ্য দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
ভারতের তরফে কে উপস্থিত থাকবেন ট্রাম্পের (Donald Trump) শপথগ্রহণে
রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং জে ডি ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিবৃতিতে আরো জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে নতুন প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানানো হয়েছে।
আগেও আমেরিকা সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী: এর আগে গত বছর ডিসেম্বরে আমেরিকা সফরে গিয়েছিলেন এস জয়শঙ্কর। তবে সে সময়ে ট্রাম্পের (Donald Trump) শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীর ডাক পাওয়ার জল্পনা প্রসঙ্গে কটাক্ষ শানিয়েছিলেন বিজেপিরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জোগাড় করে আনতে আমেরিকা পাঠানো হয়েছে বলে বক্রোক্তি করেছিলেন তিনি।
আরো পড়ুন : ‘ভাবলেই হাত পা ঠাণ্ডা…’, চিন্তায় পড়ে গিয়েছেন ‘ঋষি’ গৌরব, কী এমন হতে চলেছে ‘তেঁতুলপাতা’য়?
কী বলেছিলেন মুখপাত্র: যদিও বিদেশ মন্ত্রকের মুখপাত্রের তরফে বলা হয়েছিল, ভারত এবং আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা করতেই বিদেশমন্ত্রী সে দেশে গিয়েছেন। আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করেছেন নেতৃত্বরা। পাশাপাশি সে বার আমেরিকার বিদেশ সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও জয়শঙ্কর বৈঠক করেছিলেন বলে জানানো হয়েছিল।
আরো পড়ুন : বয়স সবে ২০, এখনি বিয়ের সিদ্ধান্ত! এনগেজমেন্টের দিনক্ষণ প্রকাশ্যে আনলেন ‘সঞ্জনা’ অনন্যা
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২০ শে জানুয়ারি ওয়াশিংটন ডিসির ইউ ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। মার্কিন সময় বেলা ১২ টা নাগাদ হবে অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানের পর দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প (Donald Trump)। তারপর প্রেসিডেন্টের কক্ষে কিছু এগজিকিউটিভ অর্ডারে সাক্ষর করবেন তিনি। তারপর মধ্যাহ্নভোজ, কুচকাওয়াজের মতো বিভিন্ন অনুষ্ঠানও থাকবে।