ধনকড় ইস্তফা দেওয়ায় কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি? চর্চায় নীতীশ কুমার সহ একাধিক হেভিওয়েটের নাম

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মেয়াদপূর্তির আগেই উপরাষ্ট্রপতি (Vice President of India) পদে ইস্তফা দিয়ে সকলকে চমকে দিয়েছেন জগদীপ ধনকড়। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা পত্র পাঠান তিনি। মঙ্গলবার সকালেই জানা যায়, তা গৃহীত হয়েছে। আর ধনকড় সরতেই পরবর্তী উপরাষ্ট্রপতি (Vice President of India) হিসেবে একাধিক মুখ উঠে আসছে। তাঁদের মধ্যে অন্যতম বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) নাম নিয়ে। খাস বিজেপির অন্দরেই নাকি নীতীশকে পরবর্তী উপরাষ্ট্রপতি করার জন্য দাবি জোরালো হচ্ছে বলে খবর।

ধনকড়ের পরে কি উপরাষ্ট্রপতি (Vice President of India) হবেন নীতীশ কুমার?

জেডিইউ প্রধান নীতীশ কুমারের নাম পরবর্তী উপরাষ্ট্রপতি (Vice President of India) হিসেবে উঠে আসায় খুশি বিহারের একাধিক নেতা মন্ত্রী। তবে এর নেপথ্যে হিসেব নিকেশও কম নেই। ওয়াকিবহাল মহল বলছে, বিহার নির্বাচনকে সামনে রেখেই ঘুঁটি সাজানো হচ্ছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে এখনও বিতর্ক অব্যাহত। এদিকে বিহারে ক্ষমতা দখল করতে জোটসঙ্গী হিসেবে নীতীশের (Nitish Kumar) দলকে প্রয়োজন বিজেপির। কিন্তু শোনা যাচ্ছে, গেরুয়া শিবির এবার নির্বাচনে আসন বৃদ্ধি পাওয়া নিয়ে আশাবাদী। এমতাবস্থায় যদি নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হয় তবে বিভিন্ন বিষয়ে সংঘর্ষ লাগার সম্ভাবনা। এদিকে তাঁকে কাছছাড়া করতেও রাজি নয় বিজেপি। তাই সবদিক রক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Who will be next vice president of india after jagdeep dhankar

নতুন পদ নিতে কি রাজি হবেন নীতীশ: এমনকি নীতীশকে বসাতেই উপরাষ্ট্রপতির (Vice President of India) আসন থেকে ধনকড়কে (Jagdeep Dhankhar) সরানো হয়েছে বলেও শোনা যাচ্ছে কানাঘুষো। জগদীপ ধনকড় অবশ্য ইস্তফার কারণ হিসেবে জানিয়েছেন শারীরিক অসুস্থতা। কিন্তু তা আদৌ ‘আসল’ কারণ কিনা তা নিয়ে চলছে জল্পনা। অবশ্য নীতীশের (Nitish Kumar) নাম উঠে আসলেও তিনি উপরাষ্ট্রপতির (Vice President of India) পদ নিতে রাজি হবেন কিনা তা নিয়েও উঠে যাচ্ছে বড়সড় প্রশ্নচিহ্ন। কারণ ওয়াকিবহাল মহল বলছে, তিনি বিহার থেকে সরে দাঁড়ালে রাজ্যের রাজনীতিতে তাঁর ছেলে নিশান্ত কুমারের জমি শক্ত করার লড়াই কঠিন হয়ে যাবে।

আরও পড়ুন : ভুলে যাবেন নিরামিষ পদ, বাড়িতে এভাবে বানান রসুন আলুপোস্ত, তারিফ হবেই

জল্পনায় আরও নাম: এমতাবস্থায় বিহারের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কারণ উপরাষ্ট্রপতি (Vice President of India) নির্বাচনে এই ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও অবশ্য আরও একাধিক নাম উঠে আসছে জল্পনায়। তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা এবং বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খানও।

আরও পড়ুন : অতিরিক্ত চিন-প্রেমই কাল হল? বাংলাদেশে বিমান দুর্ঘটনার নেপথ্যে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, ইস্তফা পত্র মঙ্গলবার সকালে গৃহীত হওয়ার পর সংসদেও আসেননি জগদীপ ধনকড়। তাঁর চেয়ারে দেখা গিয়েছিল জেডিইউ এর হরিবংশ নারায়ণ সিংকে। ২০২০ সাল থেকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তিনি। জানা যাচ্ছে, বিহারে যতদিন না নির্বাচন মিটছে ততদিন তিনিই সামলাবেন রাজ্যসভা পরিচালনার কাজ।