IPL-এর ফাইনালে “ভিলেন” হবে বৃষ্টি? ম্যাচ ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? রয়েছে এই বিশেষ নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ একদম চূড়ান্ত পর্বে উপস্থিত হয়েছি আমরা। ইতিমধ্যেই দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানকে (Rajasthan Royals) হারিয়ে ফাইনালে টিকিট কনফার্ম করে ফেলেছে হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এমতাবস্থায়, ফাইনাল ম্যাচে হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা (Kolkata Knight Riders)। স্বাভাবিকভাবেই এই ম্যাচটিকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যেই তুমুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৬ মে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সম্পন্ন হবে IPL-এর ফাইনাল ম্যাচ।

এদিকে, ২০২৪-এর IPL চ্যাম্পিয়ন কে হবে এই প্রসঙ্গে ইতিমধ্যেই তুমুল জল্পনা শুরু হলেও একটি চিন্তারও উদ্রেক ঘটেছে। কারণ, দুই দলের অনুরাগীদের মধ্যেই একটি প্রশ্ন সামনে এসেছে যে যদি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় সেক্ষেত্রে ফাইনালের ট্রফি উঠবে কোন দলের হাতে? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Who will be the champion if the IPL final is not played in rain.

জানিয়ে রাখি যে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়েই ফাইনালে পৌঁছে গিয়েছিল KKR। চলতি মরশুমের IPL-এ হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা ২ টি ম্যাচ খেলেছে। যেখানে একটি ছিল লিগ পর্যায়ের ম্যাচ এবং অন্যটি ছিল কোয়ালিফায়ার ম্যাচ। ওই দুই ম্যাচেই জয়লাভ করেছিল KKR। এমতাবস্থায়, হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতার সামগ্রিক পারফরম্যান্স অবশ্যই ভালো। যা ফাইনাল পর্বেও বাড়তি অক্সিজেন জোগাবে নাইটদের।

আরও পড়ুন: মোটেও করবেন না এই ভুল! নাহলেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্ক করল RBI

ফাইনাল ম্যাচে বৃষ্টি: এবারে আসি ফাইনাল ম্যাচে বৃষ্টির প্রসঙ্গে। ২০২৪-এর IPL ফাইনাল যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় সেক্ষেত্রে রয়েছে রিজার্ভ ডে। এদিকে, যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টি হয় সেক্ষেত্রে আম্পায়রা এটা চাইবেন যে দু’টি দল যেন নূন্যতম পাঁচবার করে খেলতে পারে। এটাও যদি সম্ভব না হয় সে ক্ষেত্রে সুপার ওভারের আয়োজন করা হবে। তবে, প্রচন্ড বৃষ্টির জেরে যদি রিজার্ভ ডে-তেও একটিও বল খেলা সম্ভব না হয় সেক্ষেত্রে লাভবান হবে KKR।

আরও পড়ুন: সবুজ-মেরুনকে বিদায় জানালেন ডার্বির নায়ক! এই ফুটবলারও ছাড়লেন মোহনবাগান

আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই সেক্ষেত্রে একদম প্রথম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এই বিশেষ সুবিধার জন্যই বৃষ্টির কারণে পরপর ম্যাচ ভেস্তে গেলে ট্রফি তুলে দেয়া হবে কলকাতার হাতে। সেক্ষেত্রে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হবে KKR। এদিকে, IPL-এর ফাইনাল ম্যাচের দিন চেন্নাইয়ের আবহাওয়ার আপডেট ইতিমধ্যেই সামনে এসেছে। যেটি অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ২৬ মে চেন্নাইয়ের আকাশ যথেষ্ট মেঘলা থাকবে। এর পাশাপাশি ন্যূনতম তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বাধিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর