KKR-এ এবার বিরাট পরিবর্তন! গম্ভীরের বদলে মেন্টর হবেন কে? উঠে আসছে দু’টি নাম

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL-এ কলকাতা নাইট রাইডার্স দলের সাথে ফের যুক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর। এর আগে তিনি এই দলের অধিনায়ক থাকলেও এবারে তিনি যুক্ত হয়েছিলেন মেন্টর হিসেবে। এদিকে, তাঁর উপস্থিতিতে ফের নজির তৈরি করে চ্যাম্পিয়ন হয় KKR। যদিও, IPL-এর পরেই গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে তাঁর নতুন দায়িত্ব শুরু করেছেন।

নতুন মেন্টর খুঁজছে KKR (Kolkata Knight Riders):

আর তারপর থেকেই KKR (Kolkata Knight Riders) নতুন একজন মেন্টর খুঁজছে। যেখানে ইতিমধ্যেই একাধিক বড় নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তাতে যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার এবং IPL-এ কলকাতার হয়ে খেলা জ্যাক ক্যালিসের নামও। ক্যালিসকে মেন্টর পদের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গৌতম গম্ভীর চলতি বছরের IPL-এর আগে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে KKR (Kolkata Knight Riders)-এর সাথে ফের যুক্ত হয়েছিলেন। তাঁর এই প্রত্যাবর্তনের ইতিবাচক প্রভাব টুর্নামেন্টের প্রথম থেকেই স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছিল। শুধু তাই নয়, মেন্টর হিসেবে দুর্দান্তভাবে নিজের দায়িত্ব পালন করেছেন গম্ভীর। যার জেরে এবারে ফের চ্যাম্পিয়ন হয় KKR। এদিকে, এখন গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার সাথে সাথে সাথে তিনি তাঁর সাথে অভিষেক নায়ার এবং রায়ান টেন দাশখাতেকে নিয়েছেন। তাঁরা KKR-এর কোচিং স্টাফের অংশ ছিলেন। এমন পরিস্থিতিতে কলকাতা ফ্র্যাঞ্চাইজি এমন একজন অভিজ্ঞকে খুঁজছে যিনি হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

Who will be the mentor in Kolkata Knight Riders.

এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির নামও আলোচনায় উঠে আসছে: জানিয়ে রাখি যে, জ্যাক ক্যালিস কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালের IPL জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি, এই ফ্র্যাঞ্চাইজির সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি ২০১৫ সালে এই দলের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকাও পালন করেছিলেন।

আরও পড়ুন: BCCI-তে এইদিন সম্পন্ন হবে নির্বাচন! জয়ে শাহের পরে কে হবেন সচিব? সামনে এল বড় তথ্য

ঠিক তার পরবর্তী মরশুমে ট্রেভর বেলিসের প্রস্থানের কারণে তিনি হেড কোচও ছিলেন। এমতাবস্থায় সামগ্রিকভাবে, এই প্রতিযোগিতায় ক্যালিসের নাম সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে। যদিও, এটাও জানা যাচ্ছে যে, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারাও এই দৌড়ে সামিল রয়েছেন।

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! ২৬ হাজার কোটি টাকায় সুখোই-30MKI বিমানের এতগুলি ইঞ্জিন তৈরি করবে HAL

জানিয়ে রাখি যে, পন্টিংকে এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিক, সাঙ্গাকারা রাজস্থান রয়্যালস দলের ডাইরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন। আশা করা হচ্ছে যে, ওই দলে রাহুল দ্রাবিড়ের হেড কোচ হিসেবে আগমনের পরেও তিনি এই দায়িত্ব পালন করবেন এবং দলের সাথে সংযুক্ত থাকেন। এমন পরিস্থিতিতে KKR (Kolkata Knight Riders)-এর মেন্টর পদের জন্য কেবল ক্যালিস এবং পন্টিংয়ের বিকল্প উপলব্ধ রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর