বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় IPL-এ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কোচ পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যেই RR শনিবার একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য যে, এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রাহুলের এটি দ্বিতীয় মেয়াদ ছিল। যেটি সামগ্রিকভাবে মাত্র এক বছর স্থায়ী হয়। এমতাবস্থায়, IPL ২০২৬-এর আগে এই ফ্র্যাঞ্চাইজিকে নতুন কোচ খুঁজতে হবে। এদিকে, এই তালিকায় একাধিক নাম সামনে আসছে।
রাজস্থানের (Rajasthan Royals) কোচ হওয়ার দৌড়ে একাধিক নাম:
জানিয়ে রাখি যে, রাহুলের কোচিংয়ে ভারত T20 বিশ্বকাপ শিরোপা জিতেছিল। তারপরেই তাঁর মেয়াদ শেষ হয়ে যায়। ভারতীয় দলের কোচিংয়ের মেয়াদ শেষ হওয়ার পর রাহুল রাজস্থানের (Rajasthan Royals) কোচ হিসেবে অবতীর্ণ হন। তাঁর কোচিংয়ে RR IPL ২০২৫-এ খেলেছিল। কিন্তু, এই মরশুমে RR খুব একটা নজর কাড়তে পারেনি। এমতাবস্থায়, চলুন জেনে নিই রাহুল দ্রাবিড়ের পর রাজস্থানের কোচ হওয়ার দৌড়ে কাদের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
Official Statement pic.twitter.com/qyHYVLVewz
— Rajasthan Royals (@rajasthanroyals) August 30, 2025
১. চন্দ্রকান্ত পণ্ডিত: জানিয়ে রাখি যে, চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে IPL ২০২৪-এর শিরোপা জিতেছিল। তাঁর নামও রাজস্থানের (Rajasthan Royals) কোচ হিসেবে উঠে আসছে। পণ্ডিতকে ঘরোয়া ক্রিকেটের একজন কিংবদন্তি কোচ হিসেবে বিবেচনা করা হয়। তিনি তাঁর কোচিংয়ে বিদর্ভ এবং মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন। তিনি কিছুটা কঠোর হলেও খেলোয়াড়দের কীভাবে পরিচালনা করতে হয় তা জানেন। IPL-এ কোচিং করানোর বিপুল অভিজ্ঞতাও তাঁর রয়েছে।
আরও পড়ুন: LPG-র দাম থেকে শুরু ATM থেকে টাকা তোলার নিয়ম! ১ সেপ্টেম্বর থেকে এই ৫ টি ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন
২. কুমার সাঙ্গাকারা: শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার তথা অধিনায়ক কুমার সাঙ্গাকারা দীর্ঘদিন ধরে রাজস্থানের সঙ্গে যুক্ত আছেন। দ্রাবিড় যখন কোচ ছিলেন, তখনও তিনি সাপোর্ট স্টাফে ছিলেন এবং ডাইরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিযুক্ত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে তিনি কোচ হিসেবে ওই ফ্র্যাঞ্চাইজির প্রথম পছন্দ হতে পারেন। কারণ তিনি দীর্ঘদিন ধরে ওই দলের পরিবেশ এবং খেলোয়াড়দের সম্পর্কে জানেন। এতে দলের পাশাপাশি খেলোয়াড়দেরও লাভ হবে। রাহুলের আগে সাঙ্গাকারা ওই দলের হেড কোচ ছিলেন।
৩. জেসন গিলেস্পি: অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার জেসন গিলেস্পির নামও রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গিলেস্পি গত বছর পর্যন্ত পাকিস্তান দলের কোচ ছিলেন। কিন্তু তারপর বোর্ডের সঙ্গে বিরোধের কারণে তিনি পদটি ছেড়ে দেন। তবে IPL-এ তাঁর খুব বেশি অভিজ্ঞতা নেই। যদিও, তিনি ২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এদিকে, তিনি ধারাবাহিকভাবে কোচিং করাচ্ছেন। তাই জেসন গিলেস্পি বর্তমান T20 ক্রিকেট সম্পর্কে অবগত।
আরও পড়ুন: আরোপ করা শুল্ক “অবৈধ”! নিজের দেশের আদালতই ঝটকা দিল ট্রাম্পকে, সঙ্কটের মুখে মার্কিন অর্থনীতি
৪. গ্যারি কার্স্টেন: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার গ্যারি কার্স্টেনের নামও এক্ষেত্রে উঠে আসছে। তিনিও গিলেস্পির সঙ্গে পাকিস্তান দলের কোচ ছিলেন। কিন্তু বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে গ্যারি কার্স্টেনও পদত্যাগ করেন। উল্লেখ্য যে, কার্স্টেন টিম ইন্ডিয়ার কোচ ছিলেন। তাঁর কোচিংয়ের মেয়াদেই বিশ্বকাপ জিতেছিল ভারত। পাশাপাশি তিনি IPL-এ RCB থেকে শুরু করে গুজরাট টাইটান্সকেও কোচিং করিয়েছেন। তাই তাঁর IPL-এ কোচিং করানোর বিরাট অভিজ্ঞতা রয়েছে। তিনিও রাজস্থানের (Rajasthan Royals) কোচ হওয়ার ক্ষেত্রে অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
৫. অনিল কুম্বলে: রাহুলের স্থলাভিষিক্ত (Rajasthan Royals) হতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলেও। অনিল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করেছেন। তিনি টিম ইন্ডিয়ার কোচও ছিলেন এবং পাঞ্জাব কিংসও তার কোচিংয়ে খেলেছে। কুম্বলের বর্তমান T20 সম্পর্কে ভালো ধারণা আছে এবং IPL-এর পরিবেশ সম্পর্কেও তিনি বেশ সচেতন।













