ভারতসহ আরও ১০০ টি দেশের দাবিতে নিরপেক্ষ তদন্ত করবে WHO, সম্মত হল চীন

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের বিষয়ে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভারতসহ (India) ১০০ টি দেশের দাবীতে নিরপেক্ষ তদন্তে সম্মত হয়েছে। সংস্থার প্রধান টেড্রস এই বিষয়ের জন্য সমস্ত দেশকে এজেন্সিটির তহবিল অর্থদান জারী রাখার কথাও বলেন। সম্মতি মিলল চীনের (China) থেকেও।

c1 1847634

নিরপেক্ষ তদন্ত শুরু করবে WHO
বিশ্ব স্বাস্থ্য পরিষদের ৭৩ তম সভায় তিনি জানান, যত দ্রুত সম্ভব মহামারী মোকাবেলায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার ভূমিকা সম্পর্কে তদন্ত শুরু করা হবে। করোনা প্রসঙ্গে WHO-র বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তিনি জানান, যে বিশ্বের আর কোনও প্রক্রিয়া, কমিটি বা সংস্থার দরকার নেই, WHO-র বর্তমানে শক্তি প্রয়োজন। সেই কারণে অর্থের দরকার। সুতরাং এটির জন্য তহবিল দরকার। ভারত সহ ৬২ টি দেশ বিশ্ব স্বাস্থ্য পরিষদের কাছে WHO-র স্বাধীন তদন্তের প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল।

President Xi Jinping

তদন্তের পক্ষে সম্মত হল চীন
WHO-র পক্ষ থেকে করোনা বিষয়ে চীনে তদন্তের পক্ষে সম্মত হয়েছেন চীন প্রধান শি জিনপিং। তিনি জানিয়েছেন, আমরা একটি স্বাধীন এবং নিরপেক্ষ পদ্ধতিতে তদন্তের জন্য WHO-কে সবরকম সাহায্য করব। এর পাশাপাশি আমরা, মহামারী মোকাবেলায় দুই বছরে দুই বিলিয়ন ডলার দিয়ে উন্নয়নশীল দেশগুলির বিকাশেও সাহায্য করব।

বিশ্ব স্বাস্থ্য সভার ৭৩ তম বৈঠকে করোনার মহামারী নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবার দিয়েছিলেন চীনের প্রধান জিনপিং।তিনি বলেছিলেন, এই ভাইরাসের বিষয়ে সকল তথ্যসহ চিকিৎসা এবং নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে WHO এবং অন্যান্য দেশকে জানানো হয়েছে।  আমরা এই ভাইরাসটির চিকিৎসা ও নিয়ন্ত্রণের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। এমনকি চীনে পাঁচটি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালও চলছে।

corona 21

চীন- আমেরিকার সংঘর্ষ
প্রথমবারের মতো WHO-এর এই সম্মেলন অনলাইন মাধ্যমে হয়েছে। বর্তমান সংকট পরিস্থিতিতে চীন এবং আমেরিকার মধ্যে উত্তেজনা থাকার দরুণ, গৃহিত যেকোনো শক্তিশালী পদক্ষেপ এখন সমস্যায় পড়তে পারে। তিন সপ্তাহের এই সম্মেলনটির সোমবার এবং মঙ্গলবারের বৈঠকে বিশ্বব্যাপী সরকারের প্রতিনিধিরা, স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সোমবার এবং মঙ্গলবার দু’দিনের জন্য অনুষ্ঠিত হচ্ছে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন।

আমন্ত্রণ জানানো হয়নি তাইওয়ানকে
তাইওয়ান (Taiwan) বহু বছর ধরে এই কনফারেন্সে পর্যবেক্ষক হিসাবে থাকার পরও এবছররে এই বৈঠকে চীনের চাপে পড়ে আমন্ত্রণ জানানো হয়নি তাইওয়ানকে।


Smita Hari

সম্পর্কিত খবর