বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) শুরুর আগে নতুন ভূমিকায় KKR (Kolkata Knight Riders)-এর সাথে যুক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মূলত, এবারে তিনি ছিলেন মেন্টরের ভূমিকায়। এদিকে, ২০২৪-এর IPL-এ পুরো মরশুম জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, এবারে চ্যাম্পিয়নও হয় তারা। এমতাবস্থায়, নাইটদের এই বিরাট কৃতিত্বের পেছনে যথেষ্ট অবদান রয়েছে গম্ভীরের।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে কলকাতা ২ বার IPL চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সময়ে দলের অধিনায়ক ছিলেন গৌতাম গম্ভীর। তবে, এবার তিনি দলের সাথে মেন্টরের ভূমিকায় যুক্ত হতেই ফের চ্যাম্পিয়ন হয়েছে KKR। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই কলকাতা তাঁকে সহজে ছাড়তে চাইবে না। কিন্তু, এবার যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে অনুমান করা হচ্ছে যে গম্ভীর হয়তো চাইলেও KKR-এর সাথে যুক্ত থাকতে পারবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি ভারতীয় দলের জন্য হেড কোচ খুঁজতে শুরু করেছে BCCI। কারণ, T20 বিশ্বকাপের পরেই মেয়াদ শেষ হচ্ছে ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের। এমতাবস্থায়, জানা গিয়েছে যে, ভারতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে এখন অনেকটাই এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, BCCI-এর সাথে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে তাঁর তুমুল আলোচনাও চলছে।
আরও পড়ুন: বিশ্বসেরা হয়ে ইতিহাস গড়ল আদানি পোর্টস! চিনা সংস্থাকে হারিয়ে দিয়ে হাসিল করল শ্রেষ্ঠত্বের মুকুট
এদিকে, গৌতম গম্ভীর যদি ভারতীয় দলের হেড কোচ হিসেবে নির্বাচিত হন সেক্ষেত্রে তিনি আদৌ KKR-এর সাথে যুক্ত থাকতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন যে, ভারতীয় দলের হেডকোচ হওয়ার সাথে সাথেই গম্ভীর হয়তো নাইট শিবির ছেড়ে দেবেন। এমতাবস্থায়, পরবর্তী মরশুমের জন্য KKR-এর মেন্টরের দায়িত্বে কে আসবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: মেলার থেকেও বেশি ভিড়, বসেছে দোকানপাট! সেলফি-রিলসের ভিড়ে দুর্ঘটনার স্থানই এখন “টুরিস্ট স্পট”
সামনে আসছে বড় নাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০২৫ সালের IPL-এ গম্ভীরের পরিবর্তে KKR-এর মেন্টরের প্রসঙ্গে সামনে আসছে বড় নাম। সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, এই ভূমিকায় অবতীর্ণ হতে পারেন ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যাটার তথা কিংবদন্তি খেলোয়াড় যুবরাজ সিং। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কোচিং করানোর বিষয়ে যুবরাজ ইচ্ছে প্রকাশ করেছিলেন। এমতাবস্থায়, তিনি যদি মেন্টর হিসেবে KKR শিবিরে যোগ দেন সেক্ষেত্রে নাইট শিবির যে গম্ভীরের যোগ্য পরিবর্ত খুঁজে পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।