Banglahunt Exclusive: নীতীশের প্রত্যাবর্তন নাকি বাজিমাত তেজস্বীর? বিহারে এবার রাজ করবেন কে? প্রকাশ্যে এক্সিট পোলের ফলাফল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ (Bihar Assembly Election 2025) ঘিরে এখন জল্পনার পারদ তুঙ্গে। এনডিএ নাকি মহাগঠবন্ধন— কে গড়বে পরবর্তী সরকার, তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। দুই দফার ভোট শেষ হতেই রাজনৈতিক দলগুলির নজর এখন এক্সিট পোলের দিকে। বাংলাহান্ট ও POLSTRAT-এর সমীক্ষা বলছে, ফের ক্ষমতায় ফিরতে চলেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট।

বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election 2025) কার বাজিমাত?

বাংলাহান্টের জরিপ অনুযায়ী, বিহার বিধানসভায় (Bihar Assembly Election 2025) এনডিএ পেতে পারে ১৩৫ থেকে ১৪২টি আসন। অন্যদিকে, মহাগঠবন্ধনের ঝুলিতে যেতে পারে ৮৮ থেকে ৯৫টি আসন। নির্দল এবং অন্যান্য ছোট দল পেতে পারে ০ থেকে ৫টি আসন। POLSTRAT-এর সমীক্ষাও একই সুরেই ইঙ্গিত দিচ্ছে— ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএর আসনসংখ্যা হতে পারে ১৩৩ থেকে ১৪৮। অন্যদিকে, মহাগঠবন্ধনের ভাগ্যে জুটতে পারে ৮৭ থেকে ১০২ আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতার দৌড়ে এনডিএ এগিয়ে রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Who will win in Bihar Assembly Election 2025?

আরও পড়ুন: ফের “সিঁদুর আতঙ্কে” ঘুম উড়ল পাকিস্তানের! দিল্লিতে বিস্ফোরণের পরেই পড়শি দেশে জারি হাই অ্যালার্ট

তবে ভোটের (Bihar Assembly Election 2025) ময়দানে লড়াইটা ছিল একেবারে হাড্ডাহাড্ডি। প্রতিটি পরিবারে একজনের সরকারি চাকরি, মহিলাদের মাসে আড়াই হাজার টাকা ভাতা, প্রত্যেক বাড়িতে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ— এমন একাধিক আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটে নেমেছিল মহাগঠবন্ধন। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের প্রচারে সেই ইস্তেহার রাজ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

অন্যদিকে, পাল্টা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় এনডিএও। এনডিএ ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ২ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে, এক কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়। যুবকদের চাকরির সুযোগ, শিক্ষায় বিনামূল্য প্রকল্প ও রাজ্যের (Bihar Assembly Election 2025) পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্বের আশ্বাস দেয় তারা।এদিকে, ভোট-পর্বের আবহে নজর কাড়েন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরও। তাঁর জনসুরাজ অভিযানের প্রভাবও বেশ কিছু কেন্দ্রে দেখা গিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। তবে সামগ্রিকভাবে অধিকাংশ এক্সিট পোলেই স্পষ্ট— বিহারে এবারও বাজিমাত করতে চলেছে এনডিএ।

Who will win in Bihar Assembly Election 2025?

আরও পড়ুন:দিল্লিতে বিস্ফোরণের পরেই পাকিস্তানে বড় ঝটকা! কয়েক ঘণ্টায় ৩২,০০০ কোটির ক্ষতি

নীতীশ কুমারের উন্নয়ন-ভিত্তিক প্রচার, মোদী সরকারের জনমুখী নীতির প্রভাব, এবং বিরোধীদের বিভাজন— এই তিন কারণেই এনডিএর জয় প্রায় নিশ্চিত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও মহাগঠবন্ধনের শিবির এখনো আশা ছাড়ছে না। ভোটের (Bihar Assembly Election 2025) ফল প্রকাশ না হওয়া পর্যন্ত রাজনৈতিক সমীকরণে যে কোনও মুহূর্তে চমক আসতে পারে বলেই মত বিশ্লেষকদের।

তবে আপাতত এক্সিট পোলের ইঙ্গিত বলছে, দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে বিহারে (Bihar Assembly Election 2025) ফিরে আসতে চলেছেন নীতীশ কুমার। এখন শুধু অপেক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফল ঘোষণার।