এতদিন পরেও জনপ্রিয়তা একই, নতুন বছরে দুরন্ত কামব‍্যাক ‘মিঠাই’এর, রইল সম্পূর্ণ টিআরপি তালিকা

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালপ্রেমীদের (Serial) কাছে বৃহস্পতিবার দিনটা বেশ গুরুত্বপূর্ণ। কারণ সারা সপ্তাহের সিরিয়ালের টিআরপির (TRP) মূল‍্যায়ণ হয় এদিনই। গোটা সপ্তাহ জুড়ে কোন সিরিয়াল এগিয়ে গেল, কোনটাই বা পিছিয়ে গেল তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয় এদিন। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও প্রথম স্থানাধিকারীর দিকেই নজর সিংহভাগ দর্শকদের।

পরপর কয়েক সপ্তাহ টানা বাংলা সেরা হয়েছে জি ব়াংলার ‘জগদ্ধাত্রী’। কিন্তু গত সপ্তাহেই পাশার চাল উলটে গিয়েছিল। জগদ্ধাত্রীকে টপকে বাংলা সেরা হয়ে বসে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। এ সপ্তাহেও ভাল টিআরপি ধরে রেখেছে জলসার স্টার। সূর্য দীপার দখলে ৯.২ টিআরপি। অন‍্যদিকে ৮.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী।

   

trp serial
তিন এবং চার দুই স্থানই জি এর দখলে। তিন নম্বরে রয়েছে খেলনা বাড়ি এবং চারে গৌরী এলো। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮.১ এবং ৮.০। পাঁচে বরাবরের মতো একসঙ্গে  নম্বর ভাগ করেছে স্টারের দুই নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম এবং পঞ্চমী। দুই সিরিয়ালের টিআরপিই এ সপ্তাহে ৭.৭।

ছয় নম্বরে ৭.৬ নম্ব‍র নিয়ে জি এর নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’। এ সপ্তাহে চোখ ধাঁধানো পারফরম‍্যান্স ‘মিঠাই’ এর। ৭.০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান দখল করেছে এই সিরিয়াল। এই মুহূর্তে সম্প্রচারিত সবকটি সিরিয়ালের মধ‍্যে সবথেকে পুরনো মিঠাই। অথচ দু বছর পরেও এখনো একই রকম জনপ্রিয়তা এই সিরিয়ালের। টিআরপি লিস্ট থেকে তা আরো একবার প্রমাণিত।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৯.২ (প্রথম)
জগদ্ধাত্রী- ৮.৯ (দ্বিতীয়)
খেলনা বাড়ি- ৮.১ (তৃতীয়)
গৌরী এলো-  ৮.০ (চতুর্থ)
বাংলা মিডিয়াম, পঞ্চমী- ৭.৭ (পঞ্চম)
নিম ফুলের মধু- ৭.৬(ষষ্ঠ)
মিঠাই- ৭.০ (সপ্তম)
আলতা ফড়িং- ৬.৯ (অষ্টম)
গাঁটছড়া, রাঙা বউ- ৬.৭ (নবম)
এক্কা দোক্কা- ৬.৪ (দশম)

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর