কাটল ‘আধার’ জট, UIDAI নিল বড় পদক্ষেপ! আর সমস্যা হবেনা কারোরই

বাংলা হান্ট ডেস্ক : গত এক সপ্তাহ ধরে আধার কার্ড (Aadhaar Card) বিতর্ক চরমে। রাজ্যের (West Bengal) একাধিক জেলায় বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার খবর সামনে এসেছে। তাদের অনেকেই আবার জানাচ্ছে, মঙ্গলবার থেকেই নাকি ফের কাজ করতে শুরু করেছে আধার কার্ড। যদিও কেউ কেউ আবার নাকি আধার যাচাই করতে গিয়ে সমস্যাতেও পড়েছেন বলে খবর।

যদিও ঠিক কীসের ভিত্তিতে আধার নিষ্ক্রিয় করা হয়েছিল সেই তথ্য এখনও মেলেনি। এমনকি আধার নিষ্ক্রিয় করার বিষয়ে জেলায় জেলায় যে চিঠি গেছিল তা নিয়েও কোনও অফিশিয়াল বিবৃতি আসেনি। আর এবার এইসব বিষয় নিয়েই প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গের নাগরিকপঞ্জি বিরোধী যুক্তমঞ্চ বা ‘জয়েন্ট ফোরাম এগেন্স্ট এনআরসি’।

   

সূত্রের খবর, আধার কর্তৃপক্ষের কাছে একাধিক প্রশ্ন রয়েছে যুক্তমঞ্চের। ইউডিআই-এর দফতরে আইনি চিঠি পাঠানোরও কথা রয়েছে বলে খবর। তাদের দাবি, আধার বিধিনিয়মের যে ২৮ এ ধারায় আধার নিষ্ক্রিয় করার নোটিশ পাঠানো হয়েছিল সেটা কেবল বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য। অথচ এর আগে আধার কর্তৃপক্ষই জানিয়েছিল, নাগরিকত্ব নিয়ে কোনও কথা বলার ক্ষমতা তাদের নেই। তাহলে এখন তারা কীভাবে নোটিশ পাঠায়?

আরও পড়ুন : বলতে হবে ‘নাম, জাত’ প্রকাশ্যে সাংবাদিকের বিরুদ্ধে জনতাকে উস্কানির অভিযোগ! ভাইরাল রাহুলের ভিডিও

এইদিন নাগরিকপঞ্জি-বিরোধী যুক্তমঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু বলেন, সিএএ, এনআরসি নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল তার শুনানি এখনও হয়নি। আর তাই কেন্দ্র অন্যভাবে এনআরসি লাগু করার চেষ্টা করছে। আধার নিষ্ক্রিয় করে সেই নাগরিককে সন্দেহভাজনের তালিকায় ফেলে দেওয়া হচ্ছে। এরপর এনআরসি হলে সেইসব নাগরিকদের সহজেই বাতিলের খাতায় ফেলে দেওয়া যাবে।

আরও পড়ুন : রাজ্যসভা নির্বাচনেও জয়জয়কার বিজেপির, ৪১টি আসনের ১২টি পেল ‘ইন্ডিয়া’ জোট, ২০টি গেরুয়ার দখলে

aadhaar 1

প্রসঙ্গত উল্লেখ্য, গত দুই সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বহু মানুষের আধার বাতিল হওয়ার নোটিশ এসেছে। যেটা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন, আধার বাতিল হবেনা। এরপর সোমবার আধার কর্তৃপক্ষও জানিয়েছে, কারোরই আধার নিষ্ক্রিয় করা হচ্ছেনা। এমতাবস্থায় মঙ্গলবার আবারও আধার সক্রিয় হওয়ার খবর দিল রাজ্যের মানুষ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর