বিরোধী আর বিজেপির মধ্যে কার জোট বেশি শক্তিশালী, বুথ থেকে শুরু করে সংসদ পর্যন্ত কার পাল্লা ভারী?

বাংলা হান্ট ডেস্ক : ১৮ জুলাই, তারিখটা ভারতীয় (India) রাজনীতির (Politics) জন্য খুবই গুরুত্বপূর্ন। এই দিনই দেশের ২৬টি বিরোধী দল একজোট হয় কর্ণাটকের বেঙ্গালুরুতে। বলার অপেক্ষা রাখেনা যে এক্ষেত্রে বিরোধীদের একত্রিত করতে বড় ভূমিকা পালন করছে কংগ্রেস। ২০১৪ সালের পর থেকে দিল্লির মসনদে বসার ইচ্ছে যেন তাদের ইচ্ছে হয়েই থেকে গিয়েছে। আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনে BJP কে হঠাতে বড় ঘোষণা এসেছে বেঙ্গালুরু থেকে। বিরোধীরা বেঙ্গালুরুর বৈঠকে ঘোষণা করলেন তাদের জোটের নাম হচ্ছে I-N-D-I-A!

যদিও এই প্রথম না, এর আগে ২০১৯ সালের নির্বাচনেও জোট বাঁধতে গিয়ে প্রহসনের শিকার হয় দেশের মুখ্য বিরোধী শক্তি। তবে এবার জনমানুষের সহায়তা পেতে তাদের ট্রাম্প কার্ড ‘I-N-D-I-A’। যার পুরো নাম Indian National Developmental Inclusive Alliance। তবে বিরোধীদের চক্রান্তের সামনে চুপচাপ বসে নেই বিজেপিও। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন BJP ও তাদের ৩৮টি শরিকি দলের সাথে আলোচনায় বসেছেন। এখন প্রশ্ন হল, দিনের শেষে কাদের পাল্লা ভারী?

দিল্লিতে আয়োজিত NDA শিবিরে ৩৮ টি রাজনৈতিক দল যোগ দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নির্বাচনে লড়ার জন্য। বৈঠকের মঞ্চ থেকে বিরোধী শক্তির ওপর আক্রমণ হানেন প্রধানমন্ত্রী। বিরোধী শিবিরের উদ্দেশ্যে তার সোজাসাপ্টা প্রশ্ন, বিভিন্ন রাজ্যে যারা একে অপরের রক্ত পিপাসু তারা কিভাবে বন্ধুত্বের জন্য হাতে হাত মেলাচ্ছেন! ক্ষমতালোভী বলেও কটাক্ষ করেন বিরোধী দলেদের।

শেষবার ৫৪৩ সংখ্যার লোকসভা আসনে বিপুল জয় করে BJP এর নেতৃত্বাধীন NDA। তাদের মোট প্রাপ্ত আসন সংখ্যা ছিল ৩৩২, যার মধ্যে BJP একাই ৩০১ সিট জিতে নেয়। তৎকালীন UPA এবং আজকের INDIA’র মোট সিট সংখ্যা রয়েছে ১৪১ টি, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী কংগ্রেস। ৪৯টি সিট জিততেই সক্ষম হয় সোনিয়া গান্ধীর দল। উল্লেখ্য যে, দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। সেখানে ৮০টি আসন রয়েছে, তাই UP তে জার ক্ষমতা যত বেশি তার জয়ের সম্ভবনাও ততটাই বেশি। গতবারের কথা বললে ৮০টি সিটের মধ্যে ৬৪টি BJP, ৯টি BSP, ৩টি SP, দুটি জিতে আপনা দল এবং মাত্র ১টিই সিট জিততে পারে কংগ্রেস।

এছাড়া গতবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের রাহুল গান্ধী আমেঠি থেকে দাঁড়ালেও বিজেপির স্মৃতি ইরানির কাছে পর্যদুস্ত হন। তবে আগেভাগেই কেরালার ওয়ানাড়েও দাঁড়িয়ে ছিলেন তিনি, তাই সেবার মুখ রক্ষা হয়। এবার অবশ্য তিনি নির্বাচনে দাঁড়াতে পারেন কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিরোধীদলগুলোর কাছে বড় চ্যালেঞ্জ তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? সেই বিষয়েও এখনো তেমন কিছুই জানা যায়নি।

দেশজুড়ে নানান ব্যক্তি নানান মন্তব্য করেছেন এই নিয়ে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “ব্রিটিশরা নাম দেয় ইন্ডিয়া। ভারতকে লড়াই করতে হবে সেই ঔপনিবেশিক প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে।” অর্থাৎ এক্ষেত্রে আসন্ন লোসভায় যে ভারত বনাম ব্রিটিশদের দেওয়া ইন্ডিয়া নামের লড়াই হতে চলছে সেই নিয়ে জল্পনা উস্কে দিলেন তিনি। তবে অনেকের দাবী কংগ্রেস আমলে UPA এর নামে একাধিক দূর্নীতি জড়িয়েছিল। সেই ভাবমূর্তি পরিষ্কার করার জন্যই নাকি নামের এই পরিবর্তন।

এখন দেখার একে অপরের বিপরীতে লড়াইয়ে নামা দলগুলো কীভাবে লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করে। পাটনাতে বিরোধীরা জড়ো হলেও সেবার তাদের মধ্যেকার ফাটল নজরে আসে। এমনকি ব্যাঙ্গালোর বৈঠকেও লক্ষ্য করা যায় বিহারের নীতিশ কুমার এবং লালুপ্রসাদ যাদব কিছুটা একলা রয়েছেন। তবে এক্ষুণি তার অর্থ বোঝা যায়নি। এর মাঝেই অপিনিয়ন পোল যা তথ্য দিচ্ছে তাতে সাধারণ মানুষের ধারণা, এবারেও বিরোধীদের ভাগ্যে শিঁকে ছিঁড়বে না। আগামী ২০২৪ লোসভা নির্বাচনেও বিজেপি এর নেতৃত্বে থাকা NDA জয়ী হচ্ছে।

nda vs i n d i a (1)

এদিকে বিরোধী শিবিরের সবচেয়ে বড় প্রশ্ন তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? গতবারও কলকাতার মঞ্চে একে ওপরের পাশে দাঁড়ানোর বার্তা দিলেও বিরোধীরা তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে তা ঠিক করে উঠতে পারেনি। এবারের অবস্থাও আগের চেয়ে খুব বেশি ভিন্ন নয়। যেহেতু ২৬টি দলের ২৬ জন সদস্যেরই ইচ্ছে দিল্লির মসনদে বসার, তাই এটা বড় বিষয় হবে যে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ঠিক কাকে দাঁড়াতে দেখা যাবে!

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর