লিপস অ্যান্ড বাউন্ডসের KYC কার নামে? ফাঁস করতে এবার বিরাট চাল ED-র! তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)! যতই দিন গড়াচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য রোজ সামনে আনছেন তদন্তকারীরা। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে বহুদিন জেলবন্দি রয়েছেন কালীঘাটের কাকু (Kalighater Kaku) সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। গত সোমবার কাকুর একাধিক ঠিকানায় একযোগ হানা দিয়েছিল ইডি। সেদিনই রাতভর তল্লাশি চালানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) নামে এক সংস্থার অফিসেও।

নিয়োগ দুর্নীতির জট খুলতে প্রায় ১৮ ঘণ্টা কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তল্লাশি চালান লিপস অ্যান্ড বাউন্ডসে। এরপর একগুচ্ছ নথি, হদিশ মেলে হার্ড ডিস্ক উদ্ধার করে সেসব নিয়ে বেরিয়ে যায় ইডি। তারপর থেকেই তোলপাড়। সামনে আসছে বহু চাঞ্চল্যকর তথ্য। আপাতত সংস্থা থেকে উদ্ধার করা সেই সব নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর উপর ভিত্তি করেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

ইডি সূত্রে খবর, টানা তল্লাশিতে যে দুটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে সেখান থেকে কোনও তথ্য অথবা সংস্থার গরমিলের কোনও তথ্য হাতে আসে কী না সেই খোঁজ চলছে। জানা যাচ্ছে ওই সকলের তথ্য সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে পাঠিয়ে খতিয়ে দেখার ব্যবস্থা চলছে। পাশাপাশি ইডির নজরে সংস্থার ব্যাঙ্ক লেনদেন।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণ? মহিষাদলে BJP নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

জানা গিয়েছে এখনও পর্যন্ত সংস্থার মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ইডি। ২০১২ সাল থেকে ওই সব অ্যাকাউন্টের মাধ্যমে কী কী লেনদেন হয়েছে ওইসব অ্যাকাউন্টের কেওয়াইসি কার নামে রয়েছে, এই সমস্ত তথ্য হাতে পেতে মরিয়া তদন্তকারীরা। রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে স্টেটমেন্ট চাওয়া হচ্ছে বলেও সূত্রের খবর।

ed0

লিপস অ্যান্ড বাউন্ডস সিইও পদে কারা, কোন সময় ছিলেন এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এরই মধ্যে বুধবার একটি প্রেস বিবৃতি দিয়ে ইডি জানিয়ে দেয়, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর ছিলেন তিনি। আর সেই বিবৃতি নিয়ে শোরগোল রাজ্যে।

আরও পড়ুন: এবার উত্তরবঙ্গে ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ! বড় অ্যাকশন জাস্টিস গাঙ্গুলির

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্র ধরেই এই লিপস অ্যান্ড বাউন্ডসের চলে তল্লাশি। তিনি এই সংস্থার কর্মী ছিলেন বলে জানা যায়। এবার পরবর্তীতে তদন্তে আর কী কী উঠে আসে সেই দিকেই নজর সকলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর