বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের চাহিদার ওপর ভর করে নিত্যনতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan) সামনে আনছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা উপস্থাপিত করব যে দৈনিক ১ জিবি ডেটা এবং ২৮ দিনের মেয়াদ সহ কোন টেলিকম কোম্পানি সবথেকে সস্তায় রিচার্জ প্ল্যান উপলব্ধ করে সেই বিষয়টি।
দৈনিক ১ জিবি ডেটা এবং ২৮ দিন ভ্যালিডিটির সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান (Recharge Plan):
এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানের বিবরণ: এয়ারটেলের ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস উপলব্ধ হবে। ২৮ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে স্প্যাম অ্যালার্ট, একটি ফ্রি হ্যালোটিউন এবং পারপ্লেক্সিটি প্রো এআই-র বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে।

ভোডাফোন-আইডিয়ার ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানের বিবরণ: ২৯৯ টাকার ভোডাফোন-আইডিয়ার প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS উপলব্ধ করে। এই প্ল্যানটি আর কোনও অতিরিক্ত সুবিধা প্রদান করে না।
আরও পড়ুন: মার্কিন শুল্কের ধাক্কা সামলাতে চিনকে পাশে পেল ভারত! সামনে এল এমন পরিসংখ্যান… জানলে চমকে যাবেন
জিও-র ২৪৯ টাকার প্ল্যানের বিবরণ: রিলায়েন্স জিও দৈনিক ১ জিবি হাই-স্পিড ডেটা সহ একটি প্ল্যান উপলব্ধ করে। তবে, গ্রাহকেরা কোম্পানির ওয়েবসাইট বা MyJio অ্যাপের মাধ্যমে ২৪৯ টাকার প্ল্যানটিকে রিচার্জ করতে পারবেন না। এই প্ল্যানটি কিনতে, আপনাকে নিকটতম জিও স্টোরে যেতে হবে, কারণ, এই প্ল্যানটি শুধুমাত্র জিও স্টোরের মাধ্যমেই রিচার্জ করা যাবে। ২৮ দিনের মেয়াদ সহ এই জিও প্ল্যানের মাধ্যমে, গ্রাহকেরা প্রতিদিন ১ জিবি ডেটা ছাড়াও আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং ও প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন।
অর্থাৎ, সামগ্রিকভাবে দামের দিক থেকে দেখতে গেলে, রিলায়েন্স জিওর প্ল্যানটি এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার তুলনায় ৫০ টাকা সস্তা। এমতাবস্থায়, যদি আপনার এলাকায়ও Jio-র শক্তিশালী নেটওয়ার্ক থাকে, সেক্ষেত্রে আপনার Jio-এর ২৪৯ টাকার প্ল্যানটি পছন্দ হতে পারে।












