বাংলা হান্ট ডেস্ক: এবার কন্যাদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে কিছুটা অবাক হয়ে গেলেও ঠিক এই ঘটনাই এবার সামনে এসেছে। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদী হলেন নিঃসন্তান। যদিও, বৃহস্পতিবার পিতার ভূমিকায় অবতীর্ণ হলেন প্রধানমন্ত্রী। এমনকি, এই সংক্রান্ত ছবিও ইতিমধ্যে সামনে এসেছে নেটমাধ্যমে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নরেন্দ্র মোদী গত কয়েকদিন ধরেই দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দির দর্শন করছেন।
এমতাবস্থায়, বৃহস্পতিবার মোদী পৌঁছে গিয়েছিলেন কেরলের ত্রিসূরের গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে। ওই মন্দিরে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী যোগদান করেন একটি বিয়ের অনুষ্ঠানে। আর ওই বিয়েতে উপস্থিত হয়ে তিনি কন্যাদান করেন। তবে, মন্দিরে ওই তরুণীর পিতা অবশ্য উপস্থিত থাকলেও তাঁর কন্যার হাত স্বামীর হাতে তুলে দেন প্রধানমন্ত্রীই।
At the divine Guruvayur Temple, my lovely kids tied the knot, with the esteemed presence of our Honourable PM Narendra Modi ji. Kindly keep Bhagya and Sreyas in your prayers. ❤️🙏 pic.twitter.com/UFr4EucDH3
— Suressh Gopi (@TheSureshGopi) January 17, 2024
এদিকে, এখন প্রশ্ন উঠতে পারে যে প্রধানমন্ত্রী কার বিবাহে উপস্থিত হয়েছিলেন? সামনে এসেছে সেই উত্তরও। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তিনি দক্ষিণের সুপারস্টার সুরেশ গোপীর কন্যার বিবাহের স্থলে পৌঁছেছিলেন। উল্লেখ্য যে, সুরেশ এক জন জনপ্রিয় মলয়ালি অভিনেতা। পাশাপাশি, তাঁর আরেকটি পরিচয় হল তিনি বিজেপির রাজ্যসভা সাংসদও। শুধু তাই নয়, তিনি এই বছরের লোকসভা ভোটেও বিজেপির টিকিট পেতে পারেন। এর আগেও সুরেশ অনেক বার স্ত্রী-কন্যা নিয়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তবে এবার মোদী নিজেই উপস্থিত হলেন সুরেশের কন্যার বিয়েতে।
আরও পড়ুন: চরম শাস্তি, চলন্ত ট্রেনে ১ কিমি ঝুলিয়ে নিয়ে যাওয়া হল মোবাইল চোরকে, ভাইরাল ভিডিও
আর সেখানে পৌঁছে বিয়ের অনুষ্ঠানে এক জন পিতার যা যা ভূমিকা থাকে সেগুলি নিখুঁত ভাবে পালন করেন তিনি। পাশাপাশি, অনুষ্ঠানে আগত অতিথিদের মাথা ঝুঁকিয়ে প্রণাম জানাতেও দেখা যায় মোদীকে। এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ওই বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বর এবং বধূর হাতে বরমালা তুলে দেন। পাশাপাশি, মালাবদলের পর নবদম্পতি প্রধানমন্ত্রী পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন। তারপর, বধূর হাতটি ধরে তাঁর স্বামীর হাতে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, নিজের হাতও রাখেন তাঁদের হাতের নীচে। আর এইভাবেই কন্যাদান করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ওই মন্দিরে আরও কয়েক জন নবদম্পতিকে আশীর্বাদ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন: এবার ভারতের মাটিতেই তৈরি হবে Samsung-এর নয়া সিরিজের স্মার্টফোন! বড় ঘোষণা করে দিল সংস্থা
এই অনুষ্ঠানে মোদীর পরনের পোশাকটিও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। তিনি দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী পোশাক শার্ট এবং লুঙ্গির আদলে ধুতি পরিধান করেছিলেন এবং গলায় ছিল চাদর। এদিকে, সুরেশও এই অনুষ্ঠানের ছবি এক্স মাধ্যমে প্রকাশ করেছেন। যেখানে তিনি লিখেছেন ‘‘গুরুভায়ুর মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আমার সন্তানের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। আপনারা তাঁদের জন্য প্রার্থনা করুন।’’