মুখ্যমন্ত্রী মমতা উন্নাও কাণ্ডে সরব অথচ মালদহ কাণ্ডে নীরব কেন ? : লকেট চ্যাটার্জী

বাংলা হান্ট ডেস্ক : তেলঙ্গানার গণধর্ষণ ও খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও উন্নাও গণধর্ষণ উন্নাও নয়া মোড় নিয়েছে কারণ শুক্রবার গভীর রাতে মারা গিয়েছেন উন্নয়ের নির্যাতিতা। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে আদালতের দিকে যাওয়ার সময় তাঁর রাস্তা আটকে পরে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দুজন সহ আরও তিন জন। তার পর তাঁকে গায়ে পেট্রোল ঢেলে আগুন জালিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয় যদিও সে সময়ের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন উন্নয়ের নির্যাতিতা।mamata banerjee 770x433 770x433

কিন্তু টানা চল্লিশ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তার মৃত্যুর হয় আর এর পরেই গোটা দেশবাসী সমালোচনায় সরব হয়। দোষীদের অবিলম্বে কঠোরতম শাস্তির দাবিতে পথে নেমেছেন দেশের মানুষ জন। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে তারকারা সকলেই নির্যাতিতা মহিলার অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। এবার এই ঘটনায় অভিমত প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় দুঃখজনক নিষ্ঠুরতার কোনো সীমাবদ্ধতা নেই এমন মন্তব্য করে উন্নাও হ্যাশট্যাগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাস তার পরই এই মন্তব্যকে হাতিয়ার করে সংসদ লকেট চট্টোপাধ্যায় ভিন রাজ্যের ধর্ষণ নিয়ে প্রতিবাদ করলেও মালদহের অরুণের মৃত্যু নিয়ে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে রয়েছেন? এমন প্রশ্ন তোলেন

পাশাপাশি এ বিষয়ে কেন নীরব এমনও প্রশ্ন তুলেছেন লকেট? আসলে মালদহে তরুণীর দগ্ধ দেহ উদ্ধারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন তার সঙ্গে তদন্ত না হলে তিনি ধর্ষিত হয়েছিলেন কি না তা ও জানা যাবে না বলে মন্তব্য করেছেন মমতা।  আর তার পর থেকেই মোদীকে একের পর এক কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধী নেতা নেত্রীরা।

উল্লেখ্য বৃহস্পতিবার মালদার ইংরেজবাজারের একটি এলাকায় যুবতীর অর্ধনগ্ন এবং দগ্ধ দেহ উদ্ধার হয়, ময়না তদন্তের পর পুলিশ থানায় ওই তরুণীর গোপন অঙ্গে আঘাত করা হয়েছে এবং অন্য জায়গা থেকে তাঁকে এ নে এখানে ফেলে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর