ঠিক কোন কারণে ‘বন্দে মাতরম’ গানে কাঁচি চালিয়েছিল কংগ্রেস? চিঠি প্রকাশ করে জানাল বিজেপি

Published on:

Published on:

Why did Congress cut out this part of Vande Mataram?
Follow

বাংলাহান্ট ডেস্ক: ৭ নভেম্বর, ১৮৭৫—সেই ঐতিহাসিক দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন ‘বন্দে মাতরম’ (Vande Mataram)। হয়তো তিনি নিজেও জানতেন না, এই গান একদিন হয়ে উঠবে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণস্বর, বিপ্লবীদের মুখে মুখে উচ্চারিত এক অনন্ত মন্ত্র। আজ ১৫০ বছর পেরিয়ে এলেও এই গানটির প্রাসঙ্গিকতা যেন আরও বেড়েছে। কারণ, আবারও ‘বন্দে মাতরম’কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিজেপি ও কংগ্রেস, দুই দলেরই মুখোমুখি অবস্থান এখন এই বঙ্কিমগীতিকে ঘিরে।

‘বন্দে মাতরম’ (Vande Mataram) এর এই অংশ কেন বাদ দিয়েছিল কংগ্রেস:

বিতর্কের সূত্রপাত বিজেপির এক অভিযোগকে কেন্দ্র করে। তাঁদের দাবি, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে ‘বন্দে মাতরম’(Vande Mataram)-এর কিছু অংশ বাদ দিয়েছিল, যা তাঁদের মতে জাতীয় ঐক্যের পরিপন্থী। বিজেপি নেতাদের বক্তব্য, এই সিদ্ধান্ত শুধু গান নয়, ভারতের ঐক্য ও সংস্কৃতির মর্মকেও আঘাত করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্প্রতি মন্তব্য করেছেন, “কংগ্রেস রাজনৈতিক সুবিধার জন্য জাতীয় ঐক্যের ক্ষতি করেছে।”

আরও পড়ুন:যাঁর অভিযোগে গ্রেপ্তার সন্দীপ ঘোষ, সেই আখতার আলিকেই এবার দুর্নীতির অভিযোগে বরখাস্ত করল স্বাস্থ্য দপ্তর!

জানা গিয়েছে, ১৯৩৭ সালে কংগ্রেসের অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-এর কেবল প্রথম দুটি স্তবকই গাওয়া হবে। কারণ, পরবর্তী স্তবকগুলিতে দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর মতো হিন্দু দেবীর উল্লেখ থাকায়, মুসলিম কংগ্রেস প্রতিনিধিদের একাংশের কাছে তা বর্জনমূলক মনে হয়েছিল। জওহরলাল নেহরু সে সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটি চিঠিতে লিখেছিলেন, জাতীয় সংগীত হিসেবে এই গানের প্রথম দুটি স্তবকই যথেষ্ট হবে। পরবর্তীতে সেই সিদ্ধান্তই গৃহীত হয় ১৯৩৭ সালের ডিসেম্বর মাসে ফৈজপুরে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে।

সেই ঘটনার প্রায় ৯০ বছর পর বিজেপি আবারও সেই পুরনো চিঠি প্রকাশ্যে এনে নেহরুর বিরুদ্ধে তোপ দেগেছে। তাঁদের দাবি, ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গানের অংশ বাদ দিয়ে তিনিই দেশের সংস্কৃতিগত ঐক্যের ভিত দুর্বল করেছিলেন এবং ধর্মীয় বিভাজনের বীজ বপন করেছিলেন। গেরুয়া শিবিরের মতে, কংগ্রেসের এই পদক্ষেপ ছিল এক ঐতিহাসিক ভুল, যার প্রভাব ভারতের জাতীয় চেতনায় আজও রয়ে গেছে।

Why did Congress cut out this part of Vande Mataram?

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় ‘খেল’! দক্ষিণবঙ্গে কবে শীত পড়বে? জানাল আবহাওয়া দপ্তর

অন্যদিকে, কংগ্রেসের তরফে এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলীয় মুখপাত্ররা পালটা অভিযোগ তুলে বলেছেন, “আরএসএস ও বিজেপি কখনও ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গায়নি। তারা আজ রাজনৈতিক স্বার্থে গানটিকে ব্যবহার করছে।” পাশাপাশি কংগ্রেসের দাবি, “ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের মতো করে গান গাওয়ার, এমনকি ‘বন্দে মাতরম’-এর পরিবর্তে অন্য গান গাওয়ার স্বাধীনতা দিয়েছে।”

সব মিলিয়ে, ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-এর ১৫০ বছর পূর্তিতে এই গান আবারও রাজনৈতিক তরজার কেন্দ্রে। যে গান একসময় ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রতীক ছিল, আজ সেটাই হয়ে উঠেছে রাজনৈতিক বিতর্কের অস্ত্র। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক আরও উত্তপ্ত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু ইতিহাসের পাতায় বঙ্কিমচন্দ্রের লেখা সেই গান আজও একই বার্তা বহন করছে—“বন্দে মাতরম”, অর্থাৎ মাকে বন্দনা, জাতিকে শ্রদ্ধা।