এখনও বাকি ফাইনাল! তার আগেই KKR শিবির ছাড়লেন গম্ভীর? সামনে এল কারণ

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-এর IPL (Indian Premier League)-এ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুধু তাই নয়, সবার প্রথমে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে শাহরুখের দল। মূলত, চলতি মরশুমের IPL-এ KKR-এর সাথে ফের যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একসময়ে এই দলের ক্যাপ্টেন থাকা গম্ভীর এবার রয়েছেন মেন্টরের দায়িত্বে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গম্ভীর কলকাতার সাথে যুক্ত হতেই KKR-এর সামগ্রিক পারফরম্যান্সও যথেষ্ট পাল্টে গিয়েছে। তবে, ফাইনালের আগেই নাইট শিবির ছাড়লেন গম্ভীর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ফাইনালের জন্য বৃহস্পতিবার চেন্নাইয়ের চিপকে কলকাতা নাইট রাইডার্স পৌঁছে গেলেও শুক্রবার সকালেই গম্ভীর কলকাতা শিবির ছেড়েছেন।

Why did Gautam Gambhir leave the KKR camp.

এমতাবস্থায় KKR অনুরাগীরা হঠাৎ করেই এই খবর শুনে চমকে গেলেও চিন্তার কিন্তু কিছু নেই। কারণ, রবিবার সকালেই ফের দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। এমতাবস্থায়, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে তাহলে একদিনের বিরতিতে গম্ভীর গিয়েছিলেন কোথায়? আমরা জানিয়ে দিচ্ছি সেই উত্তরও।

আরও পড়ুন: IPL-এর ফাইনালে “ভিলেন” হবে বৃষ্টি? ম্যাচ ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? রয়েছে এই বিশেষ নিয়ম

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শনিবার সমগ্র দেশজুড়ে সম্পন্ন হচ্ছে ষষ্ঠ দফার নির্বাচন। এমতাবস্থায়, নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার দিল্লির বেশ কয়েকটি জায়গায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাই, ভোটদানের জন্যই গৌতম গম্ভীর চেন্নাই থেকে দিল্লি ফিরেছেন। পাশাপাশি, ভোটদানের পর শনিবার রাতেই তিনি চেন্নাই ফিরে যাবেন বলেও খবর মিলেছে।

আরও পড়ুন: এবার রিচার্জ ছাড়াই দেখতে পাবেন টিভি চ্যানেল! Free Dish বসাচ্ছে সরকার, এভাবে করুন আবেদন

এমতাবস্থায়, ফাইনালের দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই দলের সঙ্গে তিনি থাকবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত লোকসভা নির্বাচনে গৌতম গম্ভীর নিজেই প্রার্থী ছিলেন। তিনি বিজেপির হয়ে পূর্ব দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর