প্রেমের বিয়ের পরেও পরকীয়া! কেন ভেঙে গিয়েছিল মধুমিতা-সৌরভের সুখের সংসার?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার প্রাক্তন জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম মধুমিতা সরকার (Madhumita Sarcar) এবং সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। এখনকার সফল নায়িকা মধুমিতা যে বিবাহিত তা জানা ছিল না অনেকেরই। কেরিয়ারের একেবারে শুরুর দিকেই বিয়েটা সেরে রেখেছিলেন তিনি। একই সিরিয়ালে কাজ করতে করতেই দুজনের প্রেম, অতঃপর বিয়ে। কিন্তু সাত জন্মের বন্ধন ভেঙে গিয়েছিল মাত্র কয়েক বছরেই।

মধুমিতার কেরিয়ারের এক্কেবারে শুরুর দিকের সিরিয়াল ‘সবিনয় নিবেদন’। সেই সিরিয়ালের সেটেই সৌরভের সঙ্গে প্রথম আলাপ তাঁর। প্রথম দর্শনেই প্রেম না হলেও ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসেন মধুমিতা সৌরভ। প্রেম জমার সঙ্গে সঙ্গে সেরে ফেলেন বিয়ে। তবে সামাজিক ভাবে নয়, আইনি ভাবে বিয়ে করেছিলেন তাঁরা।

madhumita sourav

কিন্তু খুব বেশিদিন টেকেনি সেই বিয়ে। সম্পর্ক ভাল থাকা সত্ত্বেও শেষমেষ বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা সৌরভ। বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সৌরভের বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে সৌরভের বিরুদ্ধে সরাসরিভাবে পরকীয়ার অভিযোগও তুলেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধুমাত্র ভালবাসাই যথেষ্ট নয়। বৈবাহিক জীবনে মানসিক অত্যাচারেরও ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। যদিও মধুমিতার তোলা অভিযোগ উড়িয়ে দেন সৌরভ। ২০১৯ এই বিয়ে ভেঙে আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা।

একবার দিদি নাম্বার ওয়ান-এও এসেছিলেন মধুমিতা। সেখানেই জানিয়েছিলেন, বিয়ের বেশ কয়েক বছর কেটে গিয়েছে তাঁদের। তবে পাঁচ বছর পূর্ণ হলে তবেই নিশ্চিন্ত হতে পারবেন। তাহলে বিয়েটা টিকে যেতে পারে। কিন্তু মধুমিতার কথা মেলেনি।

সম্পর্কিত খবর

X