স্কুলে পড়ার সময় থেকেই সাহসী দৃশ‍্যে অভিনয়, হঠাৎ কি কারনে বলিউড ছাড়লেন রিয়া?

বাংলাহান্ট ডেস্ক: সাম্প্রতিক কালে রূপোলি পর্দায় তেমন দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রিয়া সেন (riya sen)। প্রায়ই নিজের নানা ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। নিজের বোল্ড লুকে অনুরাগীদের মনে কীভাবে ঝড় তুলতে হয় তা খুব ভাল ভাবেই জানেন তিনি।
অভিনয়ের মাধ্যমে তেমন পরিচিতি না পেলেও নিজের রূপ-সৌন্দর্য্য দিয়ে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন।রিয়াকে বাঙালি ‘বম্বশেল’ বললে খুব একটা ভুল বলা হবে না।
১৯৯৮ তে ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিও ইয়াদ পিয়া কি আনে লাগি তে প্রথম কাজ করেন রিয়া। তারপর একে একে তামিল ছবি তাজমহল, ঝঙ্কার বিটস, হেই বেবি, আপনা সপনা মানি মানি সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলাতেও নৌকাডুবি, জাতিস্মরের মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

cdceb5442ff58ceb8bc0d380860a1828 hd photos sen

কিন্তু এরপর হঠাৎ করেই বলিউড ছেড়ে চলে আসেন রিয়া। কারনটা কি? অভিনেত্রী এবার ফাঁস করলেন সেই রহস‍্য। রিয়ার কথায়, মাত্র ১৬ বছর বয়স থেকে শুনে আসছেন তিনি সেক্সি, সাহসী। এ যেন একরকম তকমা হয়ে গিয়েছে তাঁর। রিয়া জানান, এর জন‍্য রাস্তাঘাটে বা পার্টিতে মানুষ তাঁকে দেখলেও এমন ভাবে তাকান যেন পর্দার চরিত্রটার মতোই বাস্তবেও তিনি একইরকম।

100543338 144086820526422 6294486753481781768 n

রিয়ার আরও অভিযোগ, বলিউডে একই রকম চরিত্র দেওয়া হত তাঁকে। ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাঁর কথায়, “প্রথম থেকেই বলিউড আমাকে এই ধরনের চরিত্র দেওয়ায় আজ এই দমবন্ধকর পরাস্থিতি তৈরি হয়েছে। আমি মন খুলে মিশতেও পারছিলাম না কারওর সঙ্গে। এই তকমা দুটো যে করেই হোক মুছতে চাইছিলাম।”

94008461 662685827866060 2938087805074009168 n

এবার ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন রিয়া। কিছুদিন আগেই এম এক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে পতি পত্নি অউর ও। রিয়া জানান, এই চরিত্রটা করতে পেরে খুব ভাল লাগছে। ওয়েব প্ল‍্যাটফর্ম বলিউডের থেকে অনেকটাই আলাদা।

100703790 567667287222306 6931078807565741827 n

সম্প্রতি বলিউডের নেপোটিজম ও মিডিয়া সম্পর্কে মুখ খোলেন রিয়া। তিনি বলেন, আগে তাঁর প্রতিটি ছবি মুক্তির আগে নানা রকম ভাবে হেনস্থা করা হত তাঁকে। এর জন‍্য তিনি মিডিয়ার একাংশকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তারা তাঁকে ঘিরে বিতর্ক সৃষ্টির চেষ্টা করত বলে জানিয়েছেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর