ছেলের বউকে বাধ্য করতেন মন্ত্রীর সঙ্গে… এই কারণেই বিয়ে ভাঙেন সামান্থা! ছিছিক্কার ইন্ডাস্ট্রিতে

বাংলাহান্ট ডেস্ক : ফের সংবাদ শিরোনামে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। নাগা চৈতন্যর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে বছর কয়েক আগে লাইমলাইটে উঠে এসেছিলেন তিনি। অনেক কাটাছেঁড়া হয়েছিল তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। এবার ফের বিতর্কের কেন্দ্রে সামান্থা (Samantha Ruth Prabhu)। একই সঙ্গে চরম সমালোচনা শুরু হয়েছে তাঁর প্রাক্তন শ্বশুর নাগার্জুনকে নিয়েও। কিন্তু কেন?

সামান্থার (Samantha Ruth Prabhu) শ্বশুরের বিরুদ্ধে বড় অভিযোগ

বিতর্কের সূত্রপাত তেলেঙ্গানার মন্ত্রী কোন্ডা সুরেখার একটি মন্তব্যকে ঘিরে। তিনি দাবি করেছেন, তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের জন্যই নাকি বিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য এবং সামান্থার (Samantha Ruth Prabhu)। আর এর পেছনে হাত রয়েছে অভিনেত্রীর প্রাক্তন শ্বশুর নাগার্জুনেরও। কোন্ডা সুরেখা দাবি করেছেন, নাগার্জুন নাকি মন্ত্রী কেটিআর এর কাছে যাওয়ার জন্য বাধ্য করতেন বৌমা সামান্থাকে (Samantha Ruth Prabhu)। তিনি নাকি রাজনৈতিক স্বার্থে ঘরের বউকে মন্ত্রীর বাড়িতে যেতে বাধ্য করতেন।

আরো পড়ুন : করিনাই ‘গুরু মা’, ব্রেকআপের কষ্ট ভুলতে বেবোর অব্যর্থ ‘টোটকা’ই মেনে ছিলেন অনন্যা

এই কারণেই বিয়ে ভাঙেন অভিনেত্রী

তবে সামান্থা (Samantha Ruth Prabhu) নাকি জোরের বিরুদ্ধে রুখে দাঁড়ান। শেষ পর্যন্ত তিনি মন্ত্রীর বাড়িতে যেতে রাজি হননি। কিন্তু লাগাতার এমন চাপ থেকে মুক্তি পেতেই নাকি শেষমেষ বিচ্ছেদের পথে হাঁটেন সামান্থা (Samantha Ruth Prabhu)। কিন্তু কোন্ডা সুরেখার এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে উঠেছে তেলুগু রাজনীতি এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সামান্থা (Samantha Ruth Prabhu) স্পষ্ট জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবনকে যেন রাজনীতির আঙিনায় টেনে না আনা হয়।

আরো পড়ুন : টলিউডের অমিতাভ-রেখা দেব শুভশ্রী? প্রাক্তনকে নিয়ে প্রশ্নের গুগলিতে হোঁচট খেলেন অভিনেতা

পদক্ষেপ নিচ্ছেন নাগার্জুন

ক্ষুব্ধ আক্কিনেনি পরিবার আইনি নোটিশ পাঠাতে চলেছে কোন্ডা সুরেখাকে। আইনি নোটিশ জারি করেছেন মন্ত্রী কেটিআরও। কোন্ডা সুরেখাকে অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন তিনি। নাগার্জুন মন্তব্য করেন, তিনি এখন ভাইজ্যাগে রয়েছে। খুব শীঘ্রই হায়দ্রাবাদে ফিরবেন তিনি। আইনজীবীদের সঙ্গে নিয়েই তিনি শহরে ফিরছেন বলে জানিয়েছেন নাগার্জুন। শশুধু তাই নয়, তেলুগু ফিল্ম চেম্বারের তরফেও আইনি নোটিশ জারি করা হয়েছে বলে খবর।

Samantha Ruth Prabhu

অন্যদিকে বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন মন্ত্রী কোন্ডা সুরেখা। সামান্থার প্রতি একটি পোস্টে তিনি লিখেছেন, অভিনেত্রীর মতো নারীদের তিনি সম্মান করেন। সামান্থা বা তাঁর ভক্তরা যদি তাঁর কথায় অসম্মানিত বোধ করেন তাহলে তিনি নিজের মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর