দুই ধর্ম মিলেমিশে একাকার, শাহরুখের ছোট ছেলে আব্রামের নামের অর্থ জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির বাদশা হওয়ার পাশাপাশি শাহরুখ খান (Shahrukh Khan) একজন ফ্যামিলি ম্যানও বটে। স্ত্রী গৌরী খান, তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে সুখের সংসার তাঁর। তিন সন্তানের মধ্যে আবার ছোট ছেলে আব্রামকে একটু বেশিই দেখা যায় অভিনেতার সঙ্গে। মন্নতের ব্যালকনি থেকে হাত নাড়া হোক বা আইপিএলের সময় গ্যালারিতেও আব্রামকে বাবার পাশেই দেখা যায়। কিন্তু শাহরুখ (Shahrukh Khan) পুত্রের নাম আব্রাম কেন তা কি জানেন? হঠাৎ ছেলের এমন নাম কেন রাখলেন অভিনেতা?

আব্রাম নাম কেন রাখলেন শাহরুখ (Shahrukh Khan)

ছোট ছেলের প্রতি একটু বেশিই স্নেহ শাহরুখের (Shahrukh Khan)। চোখে হারান তিনি আব্রামকে। সারোগেসির মাধ্যমে জন্ম আব্রাম ছোট্ট থেকেই থাকে লাইমলাইটে। স্বাভাবিক ভাবেই তার নাম নিয়েও মানুষের মধ্যে কৌতূহল কম নেই। হঠাৎ এমন নাম কেন রাখলেন শাহরুখ (Shahrukh Khan)? অভিনেতা নিজেই এর উত্তর দিয়েছিলেন একবার।

আরো পড়ুন : ‘আজই ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইবে’, হুমকি প্রাক্তন কাউন্সিলরের, বিষ্ফোরক মোড় RG Kar কাণ্ডে

নিজেই উত্তর দেন অভিনেতা

একটি টেলিভিশন শো তে এসে ভক্তদের প্রশ্নের জবাব দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। তিনি বলেছিলেন, ‘ইসলামের হজরত ইব্রাহিমকে বাইবেলে বলা হয় আব্রাহাম এবং ইহুদি ধর্মে বলা হয় আব্রাম। আমি ভেবেছিলাম যেহেতু আমার স্ত্রী গৌরী হিন্দু এবং আমি মুসলিম তাই আমরা চেয়েছিলাম আমাদের সন্তানরা যাতে বাড়িতে ধর্মনিরপেক্ষতার পরিবেশ পায়।’

আরো পড়ুন : ‘আমার রানী’, চোখে হারাচ্ছেন শ্বেতাকে, হবু স্ত্রীর জন্মদিনে বিশেষ আয়োজন রুবেলের

বিতর্কও হয়েছে নাম নিয়ে

শাহরুখ (Shahrukh Khan) আরো বলেছিলেন, অনেকেই নামটি পছন্দ করেননি, বিতর্কও হয়েছিল। তবে অভিনেতার মতে, দেশে যেমন ধর্মনিরপেক্ষতা রয়েছে তেমনি তাঁদের বাড়িতেও রয়েছে। উল্লেখ্য, এর আগেও সন্তানদের সব ধর্মকে সম্মান করার শিক্ষা দেওয়া নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে শাহরুখকে (Shahrukh Khan)।

Shahrukh Khan

প্রসঙ্গত, আগামীতে ‘পাঠান ২’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। যশরাজের স্পাই ইউনিভার্সের অন্তর্গত শাহরুখের প্রথম ছবিটির জন্য গল্প লিখেছিলেন আব্বাস টায়ারওয়ালা। দ্বিতীয় ছবির জন্য তাঁরই দ্বারস্থ হয়েছেন নির্মাতারা। সংলাপ লেখার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর