ফুলের তোড়া নিয়ে মহানায়িকার পায়ের কাছে বসেছিলেন রাজ কাপুর, পত্রপাঠ তাঁকে বিদায় করেন সুচিত্রা সেন! কেন?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র জগতের একটি উল্লেখযোগ্য নাম রাজ কাপুর। বলিউড ইন্ডাস্ট্রিকে গড়ে তোলার নেপথ্যে অনন্য অবদান ছিল তাঁর। সর্বত্রই তিনি পেয়েছেন সম্মান, শ্রদ্ধা। আজও রাজ কাপুরের নামোল্লেখ সমীহ করেই করা হয়। কিন্তু একজনের কাছে তিনি পেয়েছিলেন প্রত্যাখ্যান। সেই মানুষটি আর কেউ নন, স্বয়ং মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)। রাজ কাপুরের দেওয়া ছবির প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কেন?

ভারতীয় চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)

শুধু বাংলা চলচ্চিত্রে নয়, সমগ্র ভারতীয় চলচ্চিত্রে সুচিত্রা সেনের (Suchitra Sen) অবদান ছিল অপরিসীম। গ্ল্যামার থেকে অভিনয় দক্ষতা, সব দিক থেকেই তিনি ছিলেন আক্ষরিক অর্থেই মহানায়িকা। বাংলা ছবিতে নিজের দাপট দেখানোর পাশাপাশি বলিউডেও কাজ করেছিলেন সুচিত্রা (Suchitra Sen)। অভিনয় করেছিলেন সে সময়কার তাবড় নায়কদের সঙ্গে। কিন্তু রাজ কাপুরকে ফিরিয়ে দিয়েছিলেন মহানায়িকা।

আরো পড়ুন : একসময়ের মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ, লম্বা বিরতির পর নায়িকা হয়ে ফিরছেন এই অভিনেত্রী

ফিরিয়ে দিয়েছিলেন রাজ কাপুরের প্রস্তাব

এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজেই জানিয়েছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen)। অমিতাভ চৌধুরীকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, রাজ কাপুরকে ফেরানোর আগে বিন্দুমাত্রও চিন্তাভাবনা করতে হয়নি তাঁকে। ওই সাক্ষাৎকারে সুচিত্রা সেন (Suchitra Sen) জানিয়েছিলেন কেমন ধরণের পুরুষ পছন্দ করতেন তিনি। মহানায়িকা নিজের মুখে জানিয়েছিলেন, তাঁর পছন্দ ছিল বুদ্ধিদীপ্ত, শিক্ষিত এবং মার্জিত পুরুষ। এমন পুরুষদের ক্ষেত্রে সৌন্দর্য খুঁজতেন না তিনি। আর রাজ কাপুরকে ফেরানোর পেছনে এটাই ছিল একমাত্র কারণ।

আরো পড়ুন : ‘সলমনের সাহস থাকলে…’ সরাসরি চ্যালেঞ্জ ভাইজানকে, ফের কী বলল লরেন্স বিষ্ণোই?,

কী ছিল কারণ?

স্মৃতিচারণ করে সুচিত্রা সেন (Suchitra Sen) জানিয়েছিলেন, তাঁকে একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতে এসেছিলেন রাজ কাপুর। অভিনেত্রী নিজের জায়গায় বসতেই একটি ফুলের তোড়া নিয়ে তাঁর পায়ের কাছে বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen)। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই ধরণের পুরুষদের তিনি মোটে পছন্দ করতেন না। তাঁদের মার্জিত মনে হত না তাঁর।

Suchitra Sen

প্রসঙ্গত, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিলীপ কুমার, সঞ্জীব কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন সুচিত্রা সেন। তাঁর ‘আঁধি’ ছবিটি আইকনিক হয়ে রয়েছে চলচ্চিত্র জগতে। শেষ বার ‘প্রণয় পাশ’ ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর