বিয়ের পরেও অন্য নারীতে কেন আকৃষ্ট হয় পুরুষ? কারণ বলে গিয়েছিলেন আচার্য চাণক্য

বাংলাহান্ট ডেস্ক: প্রাচীন ভারতের সেরা পন্ডিতদের অন্যতম হলেন আচার্য চাণক্য। বিভিন্ন বিষয়ে তাঁর অগাধ জ্ঞানের পরিধি আজও মানুষকে অবাক করে। এই মহান পন্ডিত নিজের বই নীতি শাস্ত্রে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পরিবার সহ একাধিক বিষয়ে কিছু নিয়ম (Chanakya Niti) মেনে চলার কথা বলেছেন। এই নিয়মগুলি আজও প্রাসঙ্গিক। অনেক সময় দেখা যায়, বিয়ের পর নারী-পুরুষ উভয়ই তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছেন। এমনটা কেন হয়? আচার্যজনক ও নিজের নীতিতে এই কারণগুলিও ব্যাখ্যা করে গিয়েছেন।

বিয়ের পর কোন নারী বা পুরুষের তৃতীয় ব্যক্তির প্রতি আকর্ষণ বোধ হওয়া একটি স্বাভাবিক ব্যাপার। এটি ভুল নয়। কিন্তু এই আকর্ষণ যদি মাত্রা ছাড়িয়ে যায়, তাহলেই নতুন একটি সম্পর্ক গড়ে ওঠে। যা আমাদের সমাজে নিষিদ্ধ। এই সম্পর্ক স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কেও ভাঙন ধরাতে পারে। এমন হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। 

Extra marital affair

১. একে অপরের সঙ্গে কথায় মিষ্টতার অভাব

সময়ের সঙ্গে একটি বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথনে মিষ্টতার অভাব দেখা দেয়। এমতাবস্থায় স্বামী বা স্ত্রী তৃতীয় ব্যক্তির মধ্যে সেই মিষ্টতা খুঁজতে চান। একটি বৈবাহিক সম্পর্কে অন্যান্য জিনিসের মতই মানসিক শান্তিও প্রয়োজন। সেটি না থাকলেই সেই সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে।

২. আকর্ষণের অভাব

অনেক সময়ে বিয়ের পর স্বামী স্ত্রী একে অপরকে সময় দেন না। অথবা শুধুই একে অপরের খামতি গুলি তুলে ধরেন। এমন হলে সেই সম্পর্কে সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে স্বামী অন্য কারো প্রতি আকর্ষিত হয়ে যেতে পারেন।

Extra marital affairs

৩. সম্পর্কে ভরসার অভাব

যেকোনো সম্পর্ককে ভরসা আরও শক্তিশালী করে তোলে। বৈবাহিক সম্পর্কও তার ব্যতিক্রম নয়। স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ যদি এই ভরসা ভেঙে থাকেন, তাহলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে বাধ্য। এই পরিস্থিতিতে অন্য কোন ব্যক্তির থেকে ভরসা পেতে পরকীয়ায় জড়ান মানুষ।

৪. নতুন সন্তানের দায়িত্ব

স্বামী স্ত্রীর জীবনে নতুন সন্তান এলে অনেক সময়ই তাদের সম্পর্কে কিছুটা বদল আসে। সন্তানের দায়িত্ব পালন করতে গিয়ে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারেন না। এই পরিস্থিতিতে চঞ্চল মনের পুরুষরা অন্য কোন মহিলার প্রতি আকর্ষিত হতে পারেন। এখান থেকেই পরকীয়া শুরু হয়। 

Subhraroop

সম্পর্কিত খবর