বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও এর জঙ্গি (Terrorists) হামলার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আমজনতা থেকে তারকারাও ধিক্কার জানিয়ে সরব হয়েছেন। তীব্র প্রতিবাদে সুর চড়িয়েছেন অনেকে। অন্যদিকে ভারতীয় সেনাও হাত গুটিয়ে বসে নেই। পহেলগাঁও হামলার পালটা মারে মুরানে লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। এহসান উল হক ছাড়াও জাকির আহমেদ গনিয়া নামে আরেক লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
কীসের টানে সন্ত্রাসবাদের (Terrorists) পথে পা বাড়ায় তরুণরা?
কাশ্মীরের মাটিতে নিরীহ পর্যটকদের রক্তপাতে ক্ষোভের আগুন জ্বলছে দেশ জুড়ে। পাকিস্তান স্বীকার না করলেও জঙ্গিদের (Terrorists) সঙ্গে পড়শি দেশের যোগসূত্র পাওয়া গিয়েছে। কিন্তু একটা প্রশ্ন বারবার উঠতে থাকে, কীসের নেশায়, কীসের টানে স্বাভাবিক জীবন ছেড়ে সন্ত্রাসবাদের পথে পা রাখে এরা?
কত টাকা পায় সন্ত্রাসবাদীরা: বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, জম্মু কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর জন্য নাকি মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। বড় অঙ্কের সাইনিং অ্যামাউন্ট দেওয়া হয় সন্ত্রাসবাদীদের (Terrorists)। এছাড়াও রয়েছে মাসিক বেতন, কাজ শেষে বোনাসের ব্যবস্থা, বিশেষ হামলার জন্য পুরস্কারও। তবে অনেক শর্ত তাদের মানতে হয় বলে খবর। রিপোর্ট অনুযায়ী, বিদেশি সন্ত্রাসবাদীরা নিয়োগের সময় পায় ৫০ হাজার টাকা আর, স্থানীয়রা পায় অর্ধেক অর্থাৎ ২৫ হাজার টাকা। মাসিক বেতন বিদেশি সন্ত্রাসবাদীদের (Terrorists) জন্য প্রায় ১০-১২ হাজার টাকা। আর স্থানীয় সন্ত্রাসবাদীদের জন্য ৮-১০ হাজার টাকা।
সুপ্রিম লিডার পান বেশি বেতন: কাজ শেষ হলে ২-২.৫ লক্ষ টাকা পর্যন্ত বোনাস দেওয়া হয়। বোমা বিস্ফোরণ বা বড় কোনো হামলার জন্য ১-২ লক্ষ টাকা পর্যন্ত বোনাস দেওয়া হয় বলে জানা যাচ্ছে। রিপোর্ট থেকে জানা যায়, সুপ্রিম লিডারদের বেতন অনেকটাই বেশি, প্রায় ৫০ হাজার টাকা। গবেষণাপত্রে প্রকাশ, সন্ত্রাসবাদীর (Terrorists) মৃত্যু হলে তর পরিবারকে মাসে মাসে টাকা দেওয়া ছাড়াও লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়। সঙ্গে ইদের সময় মেলে আলাদা আর্থিক সাহায্য।
রিপোর্ট বলছে, এক একজন সন্ত্রাসবাদীকে প্রশিক্ষণ দিতেই প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়। সঙ্গে পোশাক, অস্ত্র, সরঞ্জাম কেনার জন্য আরো ৩০ হাজার টাকা মতো খরচ হয়। এখন প্রশ্ন হল, এই বিপুল পরিমাণ অর্থ আসে কোথা থেকে? বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে অর্থ সাহায্য পেয়ে থাকেন সন্ত্রাসবাদী সংগঠনগুলি। বিদেশি সংস্থা থেকেও নাকি অর্থ সাহায্য পেয়ে থাকে সন্ত্রাসবাদী সংগঠন গুলি।