১২৪০০ কোটির সম্পত্তি, তবুও কেন পানমশলার বিজ্ঞাপন করেন? কী যুক্তি শাহরুখের?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পানমশলা, ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন করার জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতাদের। বলিউড ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার, অজয় দেবগণ, শাহরুখ খানদের (Shahrukh Khan) মতো তারকারা একাধিক বার পড়েছেন ট্রোলের মুখে। এবার কিং খানকে নিশানা করলেন ইউটিউবার ধ্রুব রাঠী। এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেন পানমশলার বিজ্ঞাপন করেন শাহরুখ (Shahrukh Khan)? প্রশ্ন তুলেছেন তিনি।

বিজ্ঞাপন নিয়ে কটাক্ষের মুখে শাহরুখ (Shahrukh Khan)

সম্প্রতি সম্পত্তির দিক দিয়ে আবারও বিশ্ব মঞ্চে চর্চায় উঠে এসেছে শাহরুখের (Shahrukh Khan) নাম। বিলিয়নেয়ারদের তালিকায় উঠে এসেছেন তিনি। কিং খানের মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৪০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থও কি যথেষ্ট নয়? নয়তো পানমশলার বিজ্ঞাপন কেন করেন তিনি?

Why does Shahrukh Khan do tobacco advertisement

কেন করেন এমন বিজ্ঞাপন: তবে ধ্রুবের এই প্রশ্নের সঙ্গে সঙ্গে শাহরুখের (Shahrukh Khan) পুরনো একটি সাক্ষাৎকার উঠে এসেছে চর্চায়। সেই সাক্ষাৎকারে পানমশলার বিজ্ঞাপন নিয়ে মুখ খুলেছিলেন কিং খান। কী যুক্তি দিয়েছিলেন তিনি?

আরও পড়ুন : সব লোকাল আর সব প্ল্যাটফর্মে দাঁড়াবে না, দমদম এবং বিধাননগর স্টেশনে বড় পদক্ষেপ রেলের

কী জবাব অভিনেতার: শাহরুখ (Shahrukh Khan) বলেছিলেন, প্রথমেই দেশের স্বাস্থ্যমন্ত্রককে এই ধরণের জিনিস নিষিদ্ধ করতে বলবেন তিনি। যদি ধূমপান ক্ষতিকারকই হয়, তবে দেশে এই ধরণের জিনিস উৎপাদন করা বন্ধ করতে হবে। ঠান্ডা পানীয় যদি বিষের মতো ক্ষতিকর হয় তাহলে তার উৎপাদনও বন্ধ করতে হবে।

আরও পড়ুন : লম্বা ৮ বছরের বিরতি, সমাজ বদলের গল্প নিয়ে জলসার নতুন সিরিয়ালে ফিরছেন এই অভিনেত্রী

অথচ সরকার তো সেটা করবে না। কারণ এখান থেকে রাজস্ব আয় হয় সরকারের। তাহলে তাঁর কাজটাই বা কেন বন্ধ করা হচ্ছে? তিনি তো একজন অভিনেতা, কাজের বিনিময়ে অর্থ রয়েছে রোজগার করেন। কোনও পণ্য যদি দেশের মানুষের জন্য ক্ষতিকর হয় তবে তার উৎপাদনই বন্ধ করা উচিত বলে মত শাহরুখের।