বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মোবাইল (Mobile) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই ডিভাইস। পাশাপাশি, মোবাইলের মাধ্যমে এখন বিভিন্ন ক্ষেত্রের একাধিক কাজ খুব সহজেই সম্পন্ন হয়ে যায়। আর সেই কারণেই সবার কাছে অপরিহার্য হয়ে উঠেছে মোবাইল।
তবে, মোবাইল সচল রাখার ক্ষেত্রে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হল চার্জ। কারণ, মোবাইলের ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণই সেটি কাজ করতে পারে। এমতাবস্থায়, চার্জ শেষ হয়ে গেলে ফোন বন্ধ হয়ে যায়। বিশেষ করে, যখন কোথাও বেড়াতে যাওয়া হয় বা কোথাও সফর করা হয় সেক্ষেত্রে অনেকেই মোবাইলে চার্জ ফুরিয়ে যাওয়ায় বিভিন্ন সমস্যায় পড়েন। পাশাপাশি লক্ষ্য করলে দেখা যাবে যে, ট্রেনের মতো গণপরিবহণে ভ্রমণ কালেও মোবাইলের ব্যাটারি দ্রুত কমতে থাকে।
অনেকেই এই বিষয়টি সম্পর্কের সঠিকভাবে অবহিত না হলেও এর পেছনে রয়েছে অবাক করা কারণ। বর্তমান প্রতিবেদন এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। মূলত, আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন প্রান্তে সফর করেন ট্রেনে।
আরও পড়ুন: IMF-এর চাপে অসহায় অবস্থা পাকিস্তানের! মুদ্রাস্ফীতির মধ্যেই গ্যাসের দাম বাড়তে পারে ১০০ শতাংশ
এমতাবস্থায়, এহেন সফরের সময়ে মোবাইলের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পেছনে অন্যতম একটি কারণ হল, নেটওয়ার্ক অনুসন্ধান করা। আসলে যখনই আমরা অন্য এলাকায় যাই, তখন আমাদের ফোনের নেটওয়ার্ক জোন পরিবর্তন হয়ে যায়।
আরও পড়ুন: ধুলোয় মিশে যাবে চিনের অহঙ্কার! আমেরিকার এই প্ল্যানে দেওয়ালে পিঠ ঠেকবে জিনপিংয়ের
আপনি ট্রেন বা বাস যেটিতেই ভ্রমণ করুন না কেন, দীর্ঘ ভ্রমণের সময়ে এলাকাগুলি ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। এদিকে, যখন জোন ক্রমাগত পরিবর্তিত হয় ঠিক তখনই ফোনের নেটওয়ার্কও পরিবর্তিত হয়। পাশাপাশি, নেটওয়ার্ক সার্চ বা অনুসন্ধানের কারণে, ফোনের ব্যাটারি দ্রুত কমতে থাকে।
এদিকে, সফরকালে ফোনের ব্যাটারি কমে যাওয়ার আরও একটি কারণ হল, GPS-এর ব্যবহার। এই দ্বিতীয় কারণটিও নেটওয়ার্কের সাথে সংযুক্ত। মূলত, ফোনে যেকোনো কিছু সার্চ করার জন্য ইন্টারনেট প্রয়োজন। আপনি যদি আপনার ফোনে ইন্টারনেট ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রেও ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। জোন অনুযায়ী নেটওয়ার্ক পরিবর্তিত হয় এবং তারপরে ইন্টারনেট ডেটা ব্যবহারের সাথে সাথে ব্যাটারি দ্রুত কমতে শুরু করে।