দিনের তুলনায় রাতে কেন বেশি জোরে চলে ট্রেন? কারণ জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। পাশাপাশি, দূরপাল্লার সফরের ক্ষেত্রেও ট্রেনের জুড়ি মেলা ভার। দিন হোক কিংবা রাত যেকোনো সময়েই দূরপাল্লার সফর খুব সহজেই করা যায় রেলপথে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, অন্যান্য গণপরিবহণের তুলনায় রেলপথে সফরের ক্ষেত্রে খরচের পরিমানও অনেকটাই কম হয়। পাশাপাশি, রেলপথে দ্রুত যাতায়াত করাও সম্ভব হয়। আর সেই কারণেই সমস্ত দিক বিচার করে ভারতীয় রেলকে আমাদের দেশের লাইফলাইন বলা হয়ে থাকে।

এমতাবস্থায়, আপনিও নিশ্চিতভাবে ট্রেনে চেপে কখনও না কখনও দূরের কোনো সফর করেছেন। সেইসময় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে, দিনের তুলনায় রাত্রিবেলায় দ্রুত গতিতে চলাচল করে ট্রেন। কিন্তু, কখনও ভেবে দেখেছেন যে কেন রাত্রিবেলাতেই গতি বৃদ্ধি পায় ট্রেনের? এর পেছনে রয়েছে কিছু চমকপ্রদ কারণ। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

এই কারণে রাতে বেড়ে যায় ট্রেনের গতি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাত্রিবেলায় ট্রেনের গতি বৃদ্ধির পেছনে বিভিন্ন কারণ থাকে। এর মধ্যে অন্যতম কারণ হল দিনের বেলার তুলনায় রাত্রিবেলায় রেলপথ ফাঁকা থাকে। অর্থাৎ, মানুষ ও প্রাণীর চলাচল সেখানে কমে যায় বা সম্পূর্ণ বন্ধ থাকে। এর পাশাপাশি রাত্রে ট্র্যাকে কোনো রক্ষণাবেক্ষণের কাজ করা হয়না। যার ফলে ট্রেন বিনা বাধায় দ্রুত এগিয়ে যেতে পারে।

shot00022774103

রয়েছে আরও একটি কারণ: উল্লেখ্য যে, রাতে অন্ধকার থাকার কারণে ট্রেনের চালক অর্থাৎ “লোকো পাইলট” সিগন্যাল দূর থেকেই দেখে নিতে পারেন। যার ফলে চালককে গতি কমানোর প্রয়োজন হয় না। আর এইজন্যই এক্সপ্রেস ট্রেনগুলি দিনের তুলনায় রাত্রিবেলায় দ্রুত চলাচল করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর