কেন ২১২ কোটি টাকা খরচে কিনেছেন 5G স্পেকট্রাম! নিজের পরিকল্পনা সামনে আনলেন গৌতম আদানি

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কিছুদিনের অপেক্ষা! তারপরেই সমগ্র দেশজুড়ে শুরু হতে চলেছে 5G পরিষেবা। ইতিমধ্যেই, এই নিয়ে তৎপরতা শুরু হয়েছে দেশের টেলিকম সংস্থাগুলির মধ্যে। পাশাপাশি, সম্পন্ন হয়েছে 5G স্পেকট্রাম (5G Spectrum) নিলামের প্রক্রিয়াটিও। এমতাবস্থায়, ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ট ধনকুবের গৌতম আদানিও (Gautam Adani) এই নিলামে অংশ নিয়েছিলেন। জানা গিয়েছে, আদানি গ্রূপ (Adani Group) মোট ২১২ কোটি টাকার খরচ করে 26 GHz মিলিমিটার ওয়েভ ব্যান্ডে স্পেকট্রাম কিনেছে। মূলত, এগুলি তাদের ব্যবসা এবং ডেটা সেন্টারকে শক্তিশালী করবে বলে অনুমান করা হচ্ছে।

পরিকল্পনা ঠিক কি রয়েছে: জানা গিয়েছে, আদানি গ্রুপ তাদের ডেটা সেন্টারের পাশাপাশি সুপার অ্যাপের জন্য স্পেকট্রাম ব্যবহার করার পরিকল্পনা করেছে। এই সুপার অ্যাপ বিদ্যুৎ বিতরণ থেকে বিমানবন্দর এবং খুচরো গ্যাস বিক্রেতা থেকে বন্দর সম্পর্কিত ব্যবসাগুলিকে সমর্থন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

পাশাপাশি, এই প্রসঙ্গে গৌতম আদানি জানিয়েছেন, বন্দর থেকে বিদ্যুৎ পর্যন্ত বিস্তৃত শিল্পক্ষেত্রে থাকাকালীন 5G পরিষেবার ক্ষেত্রে প্রবেশ তাঁর কোম্পানিগুলিকে অতিরিক্ত পরিষেবা সরবরাহ করতে সহায়তা করবে।

IMG 20210521 143708 1

প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি ইউনিট হল Adani Data Networks Limited (ADNL)। যেটি মোট 20 বছরের জন্য 26 GHz মিলিমিটার ওয়েভ ব্যান্ডে 400 MHz স্পেকট্রাম ব্যবহার করার জন্য খরচ করেছে নিলামে। পরিসংখ্যান অনুযায়ী, গ্রুপটি নিলামে বিক্রি হওয়া সমস্ত স্পেকট্রামের এক শতাংশেরও কম কিনেছে। জানিয়ে রাখি, সদ্য সমাপ্ত নিলামে ভারতী এয়ারটেল গ্রুপ মোট ৪৩,০৮৪ কোটি টাকা, Relialce Jio মোট ৮৮,০৭৮ কোটি টাকা এবং Vi ১৮,৭৯৯ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে। জানা গিয়েছে, এই বিপুল অঙ্কের পেমেন্ট কোম্পানিগুলি নির্দিষ্ট কিস্তিতে পরিশোধ করবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর